পাকিস্তানের মন্দির থেকে চুরি ৮টি বিগ্রহ চুরি করে বিক্রি, গায়েব হনুমানের গদাও! গ্রেফতার ৪

বাংলাহান্ট ডেস্ক : সংখ্যালঘু হিন্দুদের (Minority Hindus) উপর হামলা পাকিস্তান (Pakistan) ও বাংলাদেশে (Bangladesh) নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনও জ্বালিয়ে দেওয়া হয় তাদের বাড়ি, কখনও বা ধ্বংস করা হয় মন্দিরের প্রতিমা। এবার এমনই এক ঘটনা ঘটল পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi)। একটি মন্দির থেকে গায়েব হয়ে গেল ৮ বিগ্রহ এবং হনুমানের গদা। এগুলোর সঙ্গেই চুরি হয়েছে মন্দিরের আরও কিছু দামি জিনিস। করাচির ল্যারী (Lyari) এলাকার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

পাকিস্তান পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চোর করাচির ওই মন্দির থেকে চুরি করে সমস্ত দামি জিনিসকে চোরাই বাজারে বিক্রিও করে দেয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে করাচি পুলিশ। করাচির সহকারী পুলিশ সুপার আসিফ আহমেদ ভুগিয়া সংবাদমাধ্যমকে জানান, ‘অভিযুক্ত চোরেরা এলাকারই লোকজন। তারা বিগ্রহ ও গদা সহ আরও দামি জিনিসপত্র চুরি করে সেগুলি চোরাই বাজারে বিক্রি করে দেয়।’

সবমিলিয়ে ৮ টি বিগ্রহ, হনুমানের গদা এবং আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়। এই সমস্ত চুরির জিনিস কেনে সৈফুদ্দীন এবং জাকারিয়া আনওয়ার নামে দুই ব্যক্তি। তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই ব্যক্তির থেকে চুরি যাওয়া সমস্ত জিনিসই উদ্ধার করা গেছে বলেই জানিয়েছে পুলিস।

পাকিস্তানের বিভিন্ন প্রান্তেই আক্রান্ত হচ্ছে হিন্দুরা। আক্রমণের অভিমুখ অধিকাংশ ক্ষেত্রেই মন্দিরের দিকে। সামান্যতম রাজনৈতিক প্রক্ষাপট পরিবর্তনেই ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মন্দির। কোথাও বা ভাঙচুর চালানো হচ্ছে মন্দিরের মূর্তিতেও। মন্দির জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে একাধিক জায়গায়। ক্রমাগত বাড়তে থাকা এই ধর্মীয় হিংসায় চিন্তিত পাকিস্তান প্রশাসন। বিক্ষিপ্ত ভাবে ঘটে যাওয়া এই হামলা যেকোনও দিন যে বিরাট আকার ধারণ করতে পারে তা খুব ভালোভাবেই জানে পাকিস্তান সরকার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর