মহারাষ্ট্রের হাসপাতালে অবহেলার শিকার ৮০ বছরের করোনা বৃদ্ধা, 8 দিন পরে বাথরুম থেকে পাওয়া গেল মৃতদেহ

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীতে করোনা রোগী বা মৃতদের খুব অবহেলা করা হচ্ছে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। আবার এমন একটি ঘটনা ঘটল মহারাষ্ট্রের (Maharashtra) একটি সরকারী হাসপাতালে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮০ বয়সী এক বৃদ্ধাকে শ্বাসকষ্ট জনিত কারনে কিছুদিন আগে ভুসাভাল রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যেখানে প্রবীণদের অবস্থা  খারাপ হওয়ায় তাকে ২ জুন জুনগাঁওয়ের সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রবীণের রক্ত পরীক্ষা করা হয়। যেখানে তার রিপোর্ট পজেটিভ এসেছিল। দুদিন বাদে থেকে বৃদ্ধা হাসপাতাল থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির না পেয়ে পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

china wuhan zhongnan hospital coronavirus patient hpMain 20200129

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন। এবং হাসপাতালে যায় সেখানে গিয়ে বাথরুমে বৃদ্ধার মৃতদেহটি পাওয়া যায়। হাসপাতালের পক্ষ থেকে বলা হয় তারা কিছুই জানতেন না। ঘটনাটি সামনে এলে জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ডাঙ্গে তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেছিলেন যে, এই হাসপাতালটি প্রশাসনের সবচেয়ে বড় অবহেলা। হাসপাতালের বাথরুমটি প্রতিদিন পরিষ্কার করা হয়। এমন পরিস্থিতিতে গত 8 দিন বৃদ্ধার দিকে কেউ তাকাল না। তিনি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

সম্পর্কিত খবর