হাসপাতালে একটি হুইলচেয়ারও জুটল না বৃদ্ধার! অগত্যা মা কে কাঁধে তুলে চিকিৎসার জন্য ঘুরল অসহায় ছেলে

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের কনৌজ জেলা হাসপাতালের এক অমানবিক ছবি ফুটে উঠেছে। জেলা হাসপাতালে চিকিৎসা করতে যাওয়া ৮০ বছরের বৃদ্ধা একটি হুইল চেয়ার পর্যন্ত পেলেন না। অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃদ্ধার ছেলে তাঁর মা কে কাঁধে তুলে চিকিৎসার জন্য ঘুরতে থাকে। হাসপাতালের অনেক কর্মী এই দৃশ্য দেখেও নজরান্দাজ করেন।

   

কানপুরের বিলহোরের বাসিন্দা রাম বিলাসের ৮০ বছর বয়সী বৃদ্ধা মায়ের শরীর বেশ কয়েকদিন ধরে খারাপ। রাম বিলাস তাঁর মা কে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যায়। রাম বিলাস বলেন, হাসপাতালে অনেক কে বলার পরেও তাঁর মায়ের জন্য একটি হুইল চেয়ারের বন্দোবস্ত হয়নি। আর এরপর সে বাধ্য হয়ে তাঁর মা কে পিঠে চড়িয়ে চিকিৎসার জন্য এদিক ওদিক ঘুরতে থাকে। রাম বিলাস বলেন, সুগারের পরীক্ষা দ্বিতীয়তলে হয়। আর আমি আমার মা কে কাঁধে করে দ্বিতীয় তলে নিয়ে যাই।

ঘটনার খবর প্রকাশ্যে আসার পর হাসপাতালের ডঃ শক্তি বসু বলেন, এমার্জেন্সির জন্য একটি হুইল চেয়ার সবসময় উপলব্ধ থাকে। রোগীর ছেলে হয়ত জানতেন না, আর এই কারণে তিনি এমার্জেন্সিতে যাননি। তিনি এও বলেন, তবে এই ঘটনা থেকে স্টাফরা কেন সাহাজ্য করল না সেটার তদন্ত হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর