9 দিন ধরে আন্দোলন চলার পর অবশেষে অনশন তুলে নিলেন নদীয়া জেলার 132 জন পঞ্চায়েত দপ্তরের হবু কর্মী

9 দিন ধরে আন্দোলন চলার পর অবশেষে অনশন তুলে নিলেন নদীয়া জেলার 132 জন পঞ্চায়েত দপ্তরের হবু কর্মী । গত 9 দিন ধরে তারা আন্দোলন চালিয়েছেন। তার মধ্যে গত তিন দিন ধরে অনশন চালাচ্ছিলেন নদীয়া জেলা পরিষদের সামনে। অভিযোগ ছিল 132 জন চাকরিপ্রার্থীর তালিকা তৈরি হয়ে গেলেও এক বছর ধরে তারা নিয়োগ পত্র পাননি ।

বুধবার তাদের ৪ জনের একটি প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আলোচনার পর একটি নির্দেশ আসে নদীয়া জেলা পরিষদে সেখানে জানানো হয় যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য।

IMG 20190731 194446 1

এরপর জল ও মিষ্টি খাইয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করান নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু।

সম্পর্কিত খবর