৯৯% মানুষ আমফানের ত্রাণের টাকা পেয়েছে, অনেকে নোংরা রাজনীতি করছে: মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ আরও একবার আমফান নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। ভয়াবহ আমফানে (Amphan) ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক মানুষ। আমফান নিয়ে রাজনীতিও কম হয়নি। আমফানের ত্রান নিয়ে বারবার বিরোধীরা তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। তবে ত্রান নিয়ে যারা জোচ্চুরি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জী।

দলনেত্রীর নির্দেশ অনুযায়ী শাস্তি পেয়েছেন অনেকেই। আবার দল থেকে বহিষ্কৃত করা হয়েছে অনেককেই। তাও বিরোধীদের মুখ বন্ধ হচ্ছে না। এই পরিস্থিতিতে আরও একবার বিরোধীদের কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কাজ নেই, কর্ম নেই। সরকারের ভাল কাজ দেখতে পায় না। তাড়াহুড়ো করে করতে গিয়ে ভুল হয়েছে। ৯৯ শতাংশ মানুষ ক্ষতিপূরণ পেয়েছেন। জেলাশাসকদের বলা হয়েছে ভুল করে যাদের কাছে টাকা গিয়ে তা ফেরত নিয়ে নেওয়ার কথা। তাও কেউ কেউ ডার্টি পলিটিক্স করছে। কোনও কোনও রাজনৈতিক দল বেশি বাড়াবাড়ি করছে। মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম।”
mamata nad amphan
সারা বাংলায় আমফানে ব্যাপক ক্ষতি হয়েছিল। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে অনেকেই হারিয়েছেন তাদের বাসস্থান। তাঁদের দুরবস্থার কথা ভেবেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু অভিযোগ উঠেছে, ক্ষতি না হওয়া সত্ত্বেও অনেকেই পেয়েছেন ত্রাণ।
আবার কারও ক্ষতি হলেও মেলেনি আর্থিক সাহায্য। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূল নেতাদের। বিরোধীরা আমফানের ত্রাণ নিয়ে ‘দুর্নীতি’কে হাতিয়ার করেই আসরে নেমেছে। শানিয়েছে কড়া ভাষায় আক্রমণের তীর। তার ফলে বেড়েছে ক্ষোভের পারদ।
আর এই ক্ষোভের আগুনে জল ঢালতেই মাঠে নেমে ছিলেন দলনেত্রী। তারপরে রাজ্যজুড়ে একাধিক তৃণমূল নেতা-কর্মীকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিল শাসকদল। কারণ, দূর্নীতিগ্রস্তরা নিজেদের ভুল স্বীকার করে নিয়েছিল। স্বাভাবিক ভাবেই দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে বহিষ্কারের পথে হাটে তৃণমূল।
mamata banerjee 770x433 1
কিন্তু, তার পরেও বিজেপি তরফে একাধিক ক্ষতিপূরণ নিয়ে দলবাজির অভিযোগ তোলা হয়। তাই এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের কড়া সমালোচনা করতে গিয়ে বিশেষ করে গেরুয়া শিবিরের নাম না করেই বলেন, “কাজ নেই, কর্ম নেই। সরকারের ভাল কাজ দেখতে পায় না। এভাবে বিরোধীদের পালটা আক্রমন করলেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত খবর