নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে নোটিস দিল সিবিআই, মির্জা মুকুলকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্ক : নারদকাণ্ডে আইপিএস এম এস এইচ মির্জাকে গ্রেফতারের পর এ বার মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল সিবিআই৷ শুক্রবার বেলা এগারোটা নাগাদ নিজাম প্যালেসে মুকুল রায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই৷ মির্জার সঙ্গে মুকুলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এর আগেও প্রমাণিত হয়েছে যদিও বৃহস্পতিবার মির্জার গ্রেফতারির পর সাংবাদিকদের সামনে ম্যাথু স্যামুয়েলসকে জমি জমা সংক্রান্ত বিষয়ের জন্য মির্জার সঙ্গে দেখা করার কথা বলেছিলেন মুকুল এমনটাই জানিয়েছেন তিনি৷ তবে সমন পাঠানো নিয়ে এক সংবাদমাধ্যমকে সিবিআইয়ের তরফ থেকে চিঠি বা ফোন পাননি বলে জানিয়েছেন মুকুল রায়৷mukul Roy 1

তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মির্জা ও মুকুলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে৷ যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি তবে সম্ভাবনা রয়েছে প্রবল৷ অন্য দিকে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলস সংবাদমাধ্যমকে জানিয়েছেন মুকুল রায় নিজেই মির্জার সঙ্গে তাঁকে বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন৷ এমনিতেই বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সামনে ম্যাথু স্যামুয়েলসের সঙ্গে মির্জার সাক্ষাত্কার নিয়ে মুকুল রায় ব্যবসার কাজে সাক্ষাত্ করিয়ে দিয়েছিলেন বলে সাফাই গেয়েছেন কিন্তু ব্যবসা করতে পুলিশ সুপারের সঙ্গে দেখা কেন? তাতেও মুকুল রায় সোজাসাপটা উত্তর দিয়েছেন জমি জমা সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপারদের সাহায্য লাগে৷

এমন কি নারদ কাণ্ডে তাঁকে টাকা দিতে দেখা যায়নি স্টিং অপারেশনের ফুটেজে, এমনটাই দাবি করেছেন মুকুল রায় কারণ তিনি নাকি টাকা নেননি৷ তা হলে ম্যাথুকে আদৌ ব্যবসার কাজে নাকি অন্য কারণে মির্জার সঙ্গে সাক্ষাত্ করিয়েছিলেন এ বিষয়ে উঠছে প্রশ্ন? উল্লেখ্য, এর আগেই ম্যাথু স্যামুয়েলস এবং মুকুল রায়কে জেরা করেছিল সিবিআই৷ তার পর আরও 11 জন তাঁবুর নেতৃত্বদের ডাক পড়েছিল সিবিআই তরফে৷ তা হলে কি মির্জার পরে এ বার মুকুল রায়ের পালা? উঠছে প্রশ্ন, যদিও উত্তর জানার জন্য এখনও অপেক্ষা বেশ কয়েক ঘণ্টা৷

সম্পর্কিত খবর