ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ধাওয়ান, দলে এলেন সঞ্জু স্যামসন।

কিছুদিন পরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে ভারতের তার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হাঁটুর চোটের কারণে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ছিটকে গেলেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ধাওয়ানের পরিবর্তে দলে ফিরলেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।

মহারাষ্ট্রের বিরুদ্ধে সুরাটে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট খেলতে গিয়ে চোট পান ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। চোট পাওয়ার ফলে ধাওয়ানের বাঁ পায়ের হাঁটু কেটে গিয়েছে। এমনকি হাঁটুতে স্টিচও করতে হয়। সেই ছবি নিজের স্যোশাল মিডিয়ায় পোষ্ট করেন ধাওয়ান নিজেই।

33855921b3ac9dd1d1c9a084374640fcc8a0d8ab

প্রথমে চোটের আঘাত গুরুতর নয় বলে মনে করা হলেও পরে মেডিকেল টিম ধাওয়ানের ক্ষত পরীক্ষা নিরীক্ষা জানায়, এই মুহূর্তে ধাওয়ানের হাঁটুর যা অবস্থা তাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে ধাওয়ানের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। ধাওয়ানের আরও বেশ কিছুটা সময় লাগবে সেরে উঠতে তাই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছিটকে গেলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান।

শিখর ধাওয়ান চোট পাওয়ায় তার পরিবর্তে দলে এলেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। এই মুহূর্তে বিভিন্ন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন স্যামসন। তাই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু সেই সিরিজে প্রথম একাদশে সুযোগ হয় নি তার। আর এবার ফের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে ডাক পেলেন এই তরুণ প্রতিভা।

Udayan Biswas

সম্পর্কিত খবর