বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ ইতিমধ্যেই বিশ্বে অতিমারির চেহারা নিয়েছে। প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এবার আরেক বিপদ ধেয়ে এল মহাকাশ থেকে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আগামী ২৪ ঘন্টায় ভয়ংকর ভাবে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এক গ্রহাণু। যা নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীমহল।
প্রায় দেড় মাস আগে মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রকাশ করেছিল যে খুব বড় একটি গ্রহাণু পৃথিবীর দিকে দ্রুত এগিয়ে আসছে। জানা যাচ্ছে যে, এই গ্রহাণুটি মাউন্ট এভারেস্টের চেয়ে কয়েকগুণ বড়।
Big asteroid shows itself ahead of Earth flyby on April 29 https://t.co/3nlInK4lQB pic.twitter.com/nKZTTityEq
— Live Science (@LiveScience) April 25, 2020
এই গ্রহাণুটির গতি 31,319 কিমি / ঘন্টা অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 8.72 কিলোমিটার। যদি এতো গতিতে এটি পৃথিবীর কোনও অংশে আঘাত করে তবে এটি একটি বড় সুনামি বা ভূমিকম্প আনবেই। যার ফলে কয়েক মুহুর্তে অনেক দেশ ধ্বংস হয়ে যাবে।
যদিও নাসা জানিয়েছে, যে এই গ্রহাণু নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। পৃথিবী থেকে প্রায় ৬২.৯০ লক্ষ কিলোমিটার দূর থেকে চলে যাবে গ্রহাণু । মহাকাশ বিজ্ঞানে এই দূরত্বটিকে খুব বেশি বিবেচনা করা হয় না তবে এটি খুব কমও নয়। যদিও কিছু বিজ্ঞানী পৃথিবীতে এই গ্রহাণুর আঘাত করার আশঙ্কা করেছেন।