দুঃসময়ে দেখা নেই শীর্ষ নেতৃত্বদের, স্যোশাল মিডিয়ায় বাম নেতৃত্বদের তোপ দাগলেন কর্মীরা

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে বাংলার (west bengal) ক্ষমতায় আবারও ফেরার আশায় কংগ্রেস এবং ISF-র সঙ্গে জোট বেঁধেছিল সিপিএম (cpim)। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর স্বাধীনতার পর এই প্রথমবার বাম- কংগ্রেস শূণ্য বিধানসভা দেখল বাংলার মানুষ। তবে এখন দলীয় কর্মীরাই তোপ দাগছেন শীর্ষ নেতৃত্বদের দিকে।

নির্বাচনে সংযুক্ত মোর্চার পক্ষে থেকে একমাত্র জয়লাভ করেছিলেন ভাঙরের ISF প্রার্থী নৌসাদ সিদ্দিকি। কিন্তু নির্বাচনের পর অভিযোগ উঠেছে ভাঙরের বহু সিপিএম এবং ISF কর্মীরাই নাকি ঘরছাড়া রয়েছেন। এমনকি তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং অফিস খোলার জন্যও কোন ভাড়া বাড়ি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

ker CPIM 1

এই পরিস্থিতিতে স্যোশাল মিডিয়া জুড়ে দলীয় শীর্ষ নেতৃত্বদের নামেই কামান দাগলেন দলীয় কর্মীরা। গুগল সার্চ করে আলিমুদ্দিন স্ট্রিট থেকে ভাঙরের দূরত্ব বের করে, তা দেখিয়েই তোপ দাগছেন শীর্ষ নেতৃত্বদের। এমনকি বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমরা এখন কোথায় রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন?

বিদ্রূপে ভরা পোস্ট তৈরি হয়েছে স্যোশাল মিডিয়ায়। সেখানে শীর্ষ নেতৃত্বদের কটাক্ষ করে লেখা হয়েছে, নেতারা কি এখন নিরুদ্দেশে? ভিয়েতনাম প্রসঙ্গে যারা গর্জে উঠেছিলেন, এখন ভাঙর ইস্যুতে তাঁরা কোথায় গেলেন? এরা কিউবার কথা ভাবে কলকাতার আগে!

CPIM Facebook 02052021 1200 4

এরই মধ্যে আবার এক বৃহৎ রাজ্য কমিটির বৈঠক হতে চলেছে সিপিএমের (cpim) অন্দরে। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকবেন পলিটব্যুরোর (politbureau) এমন ৭ জন সদস্য যারা বাংলা জানেন না এবং বোঝেনও না। জানা গিয়েছে, ১৯ এবং ২০ শে জুনের এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, হান্নান মোল্লা, তপন সেন, নীলোৎপল বসু, মানিক সরকাররা। বৈঠকের পূর্বেই জেলা নেতৃত্বদের মুখে কুলুপ এঁটে দেওয়ার প্রচেষ্টায় লেগে রয়েছেন সিপিএমের রাজ্যের শীর্ষ নেতৃত্বরা- এমনটাও জানা গিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর