‘বার্লার মন্তব্য, উত্তরবঙ্গের মানুষের আবেগ’, বিজেপি সাংসদের সুরেই সুর মেলালেন নিশীথ প্রামাণিক

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি বাংলাভাগের দাবি করে সংবাদ শিরোনামে উঠেছেন আলিপুরদুয়ারের বিজেপি (bjp) সাংসদ জন বার্লা (John Barla)। যা নিয়ে কিছুটা দ্বিমত তৈরি হয়েছে বিজেপির অন্দরেই। জন বার্লার প্রস্তাবে কার্যত, দুভাগে বিভক্ত হয়েছে গেরুয়া শিবির। মতানৈক্য দেখা দিয়েছে নেতৃত্বদের মধ্যেই। তবে এবার কার্যত জন বার্লার সুরেই সুর মেলালেন কোচবিহারের তরুণ বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (nishith pramanik)।

বর্তমান সময়ে উত্তরবঙ্গ সফরে রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানেই রাজ্যপালের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। সেখানেই জন বার্লার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আদিবাসী থেকে রাজবংশী, এমনকি বাংলা ভাষার মানুষেরাও উত্তরবঙ্গে বঞ্চিত রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গকে নিয়ে বিমাতৃসুলভ আচরণ করেছেন। আমরা অবশ্যই দক্ষিণবঙ্গের উন্নতি চাইব, কিন্তু সেটা কখনই উত্তরবঙ্গকে বঞ্চিত করে নয়’।

bbvb 1

তিনি আরও বলেন, ‘সাংসদ জন বার্লার মন্তব্য প্রকৃত অর্থে উত্তরবঙ্গের প্রতিটি মানুষের আবেগ। স্যোশাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে উত্তরবঙ্গের মানুষের আবেগ। তবে প্রশাসনিক জায়গায় দাঁড়িয়ে সব কথা বলতে না পারলেও, উত্তরবঙ্গের মানুষের আবেগকে সমর্থন করি’। রাজ্যভাগ নিয়ে সরাসরি কিছু না বললেও, কথার ভাঁজে বুঝিয়ে দিলেন- সাংসদ জন বার্লার মন্তব্যই প্রকৃতপক্ষে উত্তরবঙ্গবাসীর আবেগ এবং তিনি সেই আবেগকে সমর্থনও করেন’।

117581840 nishithpramanik 1

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে নিশীথ প্রামাণিক বলেন, ‘নির্বাচনের পর গোটা বাংলার চিত্র একরম থাকলেও, উত্তরবঙ্গের ছবিটা কিছুটা অন্যরকম ছিল’। রাজনৈতিক গণভিত্তির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘এখানে মানুষ কিন্তু বিজেপিকেই সমর্থন করেছেন’।

Smita Hari

সম্পর্কিত খবর