বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্র সরকার পদক্ষেপ নেওয়ার আগেই, ট্যুইটারের (twitter) ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে (Manish Maheswari) আটক করল উত্তরপ্রদেশ পুলিশ (uttar pradesh police)। সূত্রের খবর, বুলন্দশহরে বজরং দলের নেতার অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দন্ডবিধির ৫০৫(২) নম্বর ধারা ও আইটি অ্যাক্টের ৭৪ নম্বর ধারায় FIR দায়ের করে মঙ্গলবার মণীশ মাহেশ্বরীকে আটক করে যোগীর পুলিশ।
সোমবার টুইটারের ‘Tweep Life’ বিভাগে ভারতের একটি মানচিত্র প্রকাশিত হয়। যেখানে জম্মু- কাশ্মীর এবং লাদাখকে পৃথক রাষ্ট্র হিসাবে দেখিয়ে ভারতের থেকে আলাদা বলে দাবি করা হয়। এক জনৈক ট্যুইটার ব্যবহারকারী এই বিতর্কিত মানচিত্র প্রকাশ্যে আনেন, আর তারপর থেকেই স্যোশাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায়।
বেশকিছুদিন ধরেই ট্যুইটারের সঙ্গে কিছু বিষয় নিয়ে সংঘাত চলছে কেন্দ্রের। আর সোমবারের এই ঘটনার পর ধারণা করা হয়েছিল, বড় কোন পদক্ষেপ নিতে পারে কেন্দ্র সরকার। যদিও এই বিতর্কিত মানচিত্র ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই, গতকাল সন্ধ্যায় ট্যুইটার কর্তৃপক্ষ তা সরিয়ে দেয়।
তবে এই বিষয়ে কেন্দ্র সরকার কোন পদক্ষেপ নেওয়ার আগেই, একধাপ এগিয়ে গেল যোগীর পুলিশ। বুলন্দশহরে বজরং দলের নেতার অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দন্ডবিধির ৫০৫(২) নম্বর ধারা ও আইটি অ্যাক্টের ৭৪ নম্বর ধারায় FIR দায়ের করে মঙ্গলবার মণীশ মাহেশ্বরীকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ।
এই ঘটনায়, চুপ করে বসে নেই মণীশ মাহেশ্বরী। তিনি আবার পাল্টা দরখাস্ত দাখিল করেন। মণীশ মাহেশ্বরীর আবেদনের ভিত্তিতে, কর্ণাটক হাইকোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তবে শীঘ্রই এব্যাপারের শুনানি স্থির করা হবে বলেও জানা গিয়েছে।