বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে ছিলেন আলিপুরদুয়ার জেলার বিজেপির সভাপতি। ফলাফল ঘোষণার মাস খানেক পর বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগ দেন গঙ্গাপ্রসাদ শর্মা। তবে তিনি একা না, বেশ কয়েকজন নেতাকে নিয়ে সেদিন তিনি ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার ১০ দিন পেড়িয়ে গেলেও তিনি এখনও কোনও পদ পাননি।
আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের একাধিক পদ খালি থাকতেও কেন গঙ্গাপ্রসাদবাবুকে কোনও পদ দেওয়া হচ্ছে না সেই নিয়ে জল্পনা ছড়িয়েছে। যদিও সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা এই নিয়ে মুখ খুলতে রাজি হননি। আলিপুরদুয়ার জেলার তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, জেলায় যেই পদগুলি ফাঁকা রয়েছে সেখানে কাকে বসানো হবে সেটা দলনেত্রীই ঠিক করবেন। আমরা সেই বিষয়ে মাথা ঘামাতে চাইনা। আমাদের একমাত্র কাজ হল দলকে শক্তিশালী করে তোলা।
দলীয় সূত্রের খবর অনুযায়ী, গঙ্গাপ্রসাদকে তৃণমূলের বড়সড় কোনও পদে বসানো হতে পারে। ওনাকে সরকারি কোনও পদও দেওয়া হতে পারে। অন্যদিকে, প্রাক্তন বিজেপি নেতার ঘনিষ্ঠ মহল অনুযায়ী, বর্তমানে গঙ্গাপ্রসাদকে নিয়ে জল মাপতে চাইছে তৃণমূল। সে বিজেপিতে কেমন ভাঙন ধরাতে পারে, সেই হিসেবেই তাঁকে পদ দেওয়া হবে বলে মনে করছেন তাঁরা।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে চলেছেন গঙ্গাপ্রসাদবাবু। আর সেই রিপোর্ট কলকাতা যাওয়ার পরেই, তাঁকে শীর্ষ নেতৃত্ব ডেকে নিয়ে বড়সড় কোনও পদ দেবে বলে সূত্রের কবব। গঙ্গাপ্রসাদ বাবুকে কোনও সরকারি দফতরের চেয়ারম্যানও বানানো হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।