বাজি ফাটিয়ে কেক কেটে ধুমধাম করে পালিত হল ছাগলের জন্মদিন, উপস্থিত সকলকে খাওয়ানো হল মিষ্টিও

বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে ‘পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ করা যায়’। আর এতো সামান্য ছাগলের (goat) জন্মদিন! শুনে অবাক হচ্ছেন? বাস্তবে ঠিক এমন ঘটনারই সাক্ষী থাকল বাংলাদেশের টেকনাফের বাজারের কিছু মানুষজন। শুধু সাক্ষী থাকাই নয়, মিষ্টিমুখও করলেন তাঁরা।

অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রিয় পোষ্য কুকুরের জন্মদিন পালন করে থাকেন অনেকেই। কিন্তু তাই বলে ছাগলের জন্মদিন!

bbsfbfb

বিষয়টা হল বাংলাদেশের সুদূর টেকনাফে শুক্রবার রাতে এক যুবক তাঁর পোষ্য ছাগলের জন্মদিন পালন করলেন মহা ধুমধামের সহিত। বাজি ফাটিয়ে, কেক কেটে, কয়েকজনকে নিমন্ত্রণ করে, এমনকি পথচলতি মানুষদের মিষ্টিও খাওয়ালেন যুবক সইফুল।

এমন অদ্ভুত ঘটনার খবর পৌঁছে যায় সাংবাদিকদের কাছেও। তাঁরা সেখানে উপস্থিত হয়ে সইফুলকে এমন অনুষ্ঠানের বিষয়ে প্রশ্ন করলে, তিনি জানান, ‘আমি এই ছাগলটাকে খুবই ভালোবাসি। আজকে ও এক বছর পূর্ণ করে দুই বছরে পা দিল। আমার ভালোলাগা থেকেই আজকের দিনে আমার পোষ্যের জন্মদিন পালন করলাম আমি’।

তিনি আরও জানান, ‘যতদিন ও বাঁচবে, আমার কাছেই থাকবে। আর প্রতি বছরই ওঁর জন্মদিন পালন করব আমি। আমাদের সকলেরই উচিৎ কোন না কোন প্রাণী পোষা’।

প্রসঙ্গত, সইফুল তাঁর ছাগলের জন্মদিন বাজি ফাটিয়ে কেক কেটে মহা ধুমধামের সঙ্গে পালন করে। টেকনাফের বাহারছড়া শামালপুর বাজারে এই অনুষ্ঠান দেখতে অনেকেই সেখানে ভিড় জমায়। তাঁরা সকলেই আনন্দের সহিত সেখানে ওই জন্মদিন পালনের অনুষ্ঠান দেখে। আবার তাঁদের সকলকে মিষ্টিমুখও করান পান বিক্রেতা সইফুল।

Smita Hari

সম্পর্কিত খবর