জনপ্রিয়তার শীর্ষে তবে ধন সম্পদে নয়! দিন দিন আদানি-আম্বানিদের থেকে পিছয়ে পড়ছেন টাটা

বাংলা হান্ট ডেস্কঃ একসময়ে দেশের শ্রেষ্ঠ শিল্পপতির তালিকায় সবার উপরে স্থানে থাকা রতন টাটার (Ratan Tata) অস্তিত্ব বর্তমানে কিছুটা ফিকে পড়ে গিয়েছে। আর তাঁকে টপকে এগিয়ে যাচ্ছে মুকেশ আম্বানি (Mukesh Ambani), গৌতম আদানিরা (Gautam Adani)। তবে ধন সম্পদে টাটা পিছিয়ে পড়লেও, ভারতীয়দের বিশ্বাস আর ভালোবাসা সবসময়ই যে ওনার সঙ্গে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সময় বদলায়, আর সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায়। একসময় দেশের শীর্ষে থাকা রতন টাটা, আজ বেশকিছুটা পিছিয়ে পড়েছে দেশের অন্যান্য শিল্পপতিদের থেকে।

92121637 gettyimages 163137581

সম্প্রতি সময়ে IIFL- এর পক্ষ থেকে ভারতের Wealth Hurun India Rich List-এ বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে রতন টাটা। আর তাঁকে ফেলে এগিয়ে গিয়েছে মুকেশ আম্বানি, গৌতম আদানিরা। এখানেই শেষ নয়, এমনকি গোটা বিশ্বের শিল্পপতিদের তালিকায়, তাঁর স্থান হয়েছে ৪৩৩ নম্বরে। আর তাঁর আগে এই তালিকায় থাকা ৪৩২ জনের মধ্যে বেশ কয়েকজন ভারতীয়ও রয়েছেন।

জানা গিয়েছে, এই মুহূর্তে রতন টাটার সম্পত্তির পরিমাণ মোট ৩৫০০ কোটি টাকা। গতবছর তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৬০০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরেই তাঁর সম্পত্তির পরিমাণ কমে গিয়েছে প্রায় ২৫০০ কোটি টাকা। কিন্তু দেশে টাটার বেশ চাহিদাও রয়েছে এবং তাঁর কোম্পানির শেয়ারও বেড়ে চলেছে। তবে কিভাবে টাটা এতোটা পিছিয়ে গেল, তা অবশ্য জানায়নি ওই সংস্থা।

তবে এই বিষয়ে ডঃ শশাঙ্ক শাহ (Shawshank Shah) তাঁর বই ‘From Torchbearers to Trailblazers’-এ জানিয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে দেখা যায় অতিধনীদের পরিবারে তাঁদের কোম্পানিতে এক বড় অংশের স্টকের অংশীদারিত্ব থাকে। কিন্তু টাটার ক্ষেত্রে এমনটা দেখা যায়নি।

Smita Hari

সম্পর্কিত খবর