বাংলা হান্ট ডেস্কঃ মানবিকতার নজির সৃষ্টি করলেন শ্রীনগরের (srinagar) পুলিশ প্রধান সন্দীপ চৌধুরী (Sandeep Chaudhary)। এক বিক্রেতা বৃদ্ধের লুট হয়ে যাওয়া অর্থ, নিজের পকেট থেকে দিয়ে তাঁকে সাহায্য করলেন শ্রীনগরের পুলিশ প্রধান সন্দীপ চৌধুরী। এই পুলিশ প্রধানের প্রশংসায় মুখর হল নেটিজনরা।
বিষয়টা হল, শ্রীনগরের বোহরি কাদাল এলাকায় প্রায় ৯০ বছর বয়সী আব্দুল রহমান নামে এক বৃদ্ধ এক ছোলা বিক্রি করতেন। শনিবার দিন হঠাৎ তাঁর দোকানে কিছু ছিনতাইবাজ এসে, তাঁকে মারধোর করে তাঁর সঞ্চিত সমস্ত অর্থ ডাকাতি করে নিয়ে যায়।
Good of @SrinagarPolice and @Sandeep_IPS_JKP to give Rs one lakh to Abdul Rehman, 90 till the time money is retrieved from burglars who looted Rs 1 lakh from Channa seller's home. Rehman sells snacks at Bohrikadal and lives alone. He had kept hard earned money for his last rites. pic.twitter.com/CW8nAlyZMb
— Mufti Islah (@islahmufti) November 14, 2021
এই ঘটনায় ভীষণ ভাবেই ভেঙে পড়েন ওই বৃদ্ধ বিক্রেতা। নিজের উপার্জিত অর্থ থেকে একটু একটু করে সঞ্চয় হয়ে নিজের শেষকৃত্যের জন্য জমিয়ে রেখেছিলেন ওই বৃদ্ধ। কিন্তু সেই অর্থ ডাকাতি হয়ে যাওয়ায় সর্বশান্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন আব্দুল রহমান।
বৃদ্ধ ছোলা বিক্রেতা আব্দুল রহমানের এই ঘটনা বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় ব্যাপকহারে ভাইরাল হয়। নিজের দুঃখের কথা সেখানে নিজেই জানান ওই বৃদ্ধ বিক্রেতা। তবে এই বিষয়টি এড়িয়ে যায়নি শ্রীনগরের পুলিশ প্রধান সন্দীপ চৌধুরীর। ওই বৃদ্ধের দুর্দশার কাহিনী শুনে, তাঁকে সাহায্য করার সিদ্ধান্ত নেন পুলিশ প্রধান।
সিদ্ধান্ত নেওয়া মতই কাজ করেন পুলিশ প্রধান সন্দীপ চৌধুরী। নিজের পকেট থেকেই ১ লক্ষ টাকা তুলে দিলেন ওই বৃদ্ধের হাতে। তিনি জানান, ‘অনেক সময়ই অপরাধীদের ধরতে অনেকটা সময় লেগে যায়। আর তাছাড়া টাকা দিয়ে তো সবকিছু হয় না। ওই বৃদ্ধের কাছে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা ছিল। আর সেখান থেকে তিনি নিজের কাছে ১ লক্ষ টাকা রেখে দিয়েছিলেন। আর সেটাই চুরি হয়ে যায়। এই অবস্থায় ওনার অসহায় অবস্থা দেখে আমি ওনার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই’।