বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত চেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওডিআই সিরিজ এতটা দাপট দেখিয়ে জিতেছে তার কৃতিত্ব অনেকেই শুধুমাত্র ভারতের টপ অর্ডারকে দিয়ে যাচ্ছেন। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা এই সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন। কিন্তু শুধুমাত্র তাদেরকেই এই সিরিজ জয়ের কৃতিত্ব দেওয়া বোধহয় ঠিক হবে না। আরও একজন ক্রিকেটের ভারতীয় দলে ছিলেন যিনি তিনটি ম্যাচেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে গেছেন।
এখানে বলা হচ্ছে ভারতের ওডিআই ফরম্যাটে পেস বোলিংয়ের প্রধান ভরসা হয়ে ওঠা পেসার মহম্মদ সিরাজ। ধারাবাহিকভাবে নতুন বল হাতে উইকেট তুলে যাচ্ছেন তিনি। কিছু বছর আগেও তাকে সীমিত ওভারের ক্রিকেটের যোগ্য নয় বলে ঘোষণা করে দিয়েছিল অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। কিন্তু গত এক বছরে তাদের প্রত্যেককে ভুল প্রমাণ করেছেন ভারতীয় পেসার।
পাওয়ার প্লে বর্তমানে ওডিআই ক্রিকেটের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ে ওপেনিং ব্যাটাররা চেষ্টা করেন ফিল্ডিংয়ের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে দলকে দুর্দান্ত স্টার্ট দেওয়ার। আর ভারতের মহম্মদ সেরাজের ইউএসপি হলো এই পাওয়ার প্লে বোলিং। তিনি ধারাবাহিকভাবে এই ওভারগুলিতে উইকেট নিয়ে বিপক্ষ দলকে আগ্রাসী ভাবে ইনিংস শুরু করা থেকে আটকাচ্ছেন।
যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচ সিরিজের হিসাবটাই দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিম্যাচেই তিনি প্রথম ১০ ওভারের মধ্যেই উইকেট তুলে দ্বীপরাষ্ট্রের দলটিকে ভালোভাবে ইনিংস শুরু করতে দেননি। ৩টি ম্যাচ খেলে তিনি মোট ৯টি উইকেট নিয়েছেন। উইকেট নেওয়ার পাশাপাশি তিনি অত্যন্ত কৃপণ বোলিংও করেছেন।
মহম্মদ সিরাজ একটি দুর্দান্ত রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন। ২০২২-এর শুরু থেকে এই সময় অব্দি এই নির্দিষ্ট অর্থাৎ ওডিআই ফরম্যাটে কোন ক্রিকেটার তার চেয়ে বেশি পাওয়ার প্লে-তে উইকেট তুলতে পারেনি। কত এক বছরে ওডিআই ফরমেটে পাওয়ারপ্লে চলাকালীন মোট ২৩ টি উইকেট নিয়েছেন সিরাজ। বিশ্বকাপের ভারতীয় দলে তার জায়গা পাকা, এটা এখন মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই।