অভিনয় জগতে পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা, তবুও শেষ জীবন অর্থকষ্টে কেটেছে কালী ব্যানার্জীর

বাংলাহান্ট ডেস্ক : বাড়ি থেকে পালিয়ে কখনও নাম লিখিয়েছেন সেনায় তো কখনও আবার দিল্লির ওয়ারলেস হেডকোয়াটার্সে নিয়েছেন মোটা টাকার চাকরি। কিন্তু কিছুতেই মন শান্ত করতে পারেননি। অবশেষে বেছে নেন অভিনয় জগৎ। হিরণ্ময় সেনের হাত ধরে ‘বার্মার পথে’ ছবিতে ভিলেন চরিত্রে আত্মপ্রকাশ। তারপর আর ফিরে যেতে হয়নি। তিনি হলেন সকলের প্রিয় কালী বন্দ্যোপাধ্যায় । পুরো নাম কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় (Kali Banerjee)।

টলিউড জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। তাঁর প্রথম ছবি ‘বার্মার পথে’ হলেও তিনি বেশি জনপ্রিয়তা লাভ করেন ‘বরযাত্রী’ ছবিতে। গণেশ নামক এক চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেন তিনি।

kali banerjee 1280x720

রোমান্টিক যুগে তাঁকে দেখা গিয়েছে ভিন্ন ভিন্ন চরিত্রে। নিজের অভিনয়ের মাধ‍্যমে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। ‘অযান্ত্রিক’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে ভাঙা গাড়ির ড্রাইভার বিমল হিসেবে। ‘ডাকহরকরা’য় তাঁকে দেখা গিয়েছে ডাক হরকরার চরিত্রে। ঠিক তেমনই ‘লৌহকপাট’ ছবিতে দেখা গিয়েছে নরঘাতী ফকির রূপে। আরও একাধিক ছবিতে এমন চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

আজও দর্শকদের মনে রয়েছে এই অভিনেতা। তাঁর নাম উঠলেই সিনেপ্রেমী মানুষদের মনে তাঁর অভিনীত চরিত্র গুলি ভেসে ওঠে। অভিনেতা হিসেবে তিনি কেমন ছিলেন সে কথা সকলেরই জানা। কিন্তু তাঁর বাস্তব জীবন কেমন ছিল সে সর্ম্পকে জানেন না অনেকেই। প্রায় ১০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু তারপরও জনপ্রিয় এই অভিনেতার শেষ জীবন কেটেছে চরম অর্থাভাবে। একাধিক সংবাদ মাধ‍্যম সূত্রে জানা যায়, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে গিয়েই এমন পরিস্থিতি হয় তাঁর।

kali banerjee

বার্ধক্যজনিত কারণে স্মৃতিভ্রম হয় তাঁর। তাই মাঝেমধ্যেই সংলাপ ভুলে যেতেন তিনি। শোনা যায়, বহুবার এ কারণে অপমানিত হতে হয়েছে তাঁকে। ঠিক সেই মুহুর্তেই তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন পরিচালক অঞ্জন চৌধুরী। তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলতেই তিনি লিখেছিলেন ‘সন্তান’ ছবির চিত্রনাট্য। জানা যায়, একটি ছবির শুটিং করতে গিয়ে নকল বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া হয়েছিল তাঁর। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় এই অভিনেতার।

additiya

সম্পর্কিত খবর