বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সংগীতজগতে (Indian Playback Singer) এক অন্যতম নাম সুনিধি চৌহান ( Sunidhi Chouhan)। হিন্দি গানের পাশাপাশি কন্নড়, তামিল, তেলেগু, মারাঠি, মালায়ালম, ওড়িয়া, বাংলা, অসমীয়া, নেপালি, উর্দু সহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। মাত্র ১৩ বছর বয়সেই গানের জগতে আত্মপ্রকাশ করেন এই সংগীতশিল্পী। তারপর একের পর বলিউড ছবিতে কণ্ঠ দেন তিনি।
দীর্ঘদিন পর কলকাতায় শো করতে আসেন সংগীতশিল্পী সুনিধি চৌহান। ‘ফোরাম ফর দুর্গোৎসব’- এর উদ্যোগে আয়োজিত হয়েছিল মেগা শো। রবিবার নেতাজি ইন্ডোরের সেই শোতেই হাজির হয়েছিলেন সংগীতশিল্পী। বিশেষ সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের জবাব দেন তিনি।
দীর্ঘদিন পর কলকাতায় শো করতে এসে সংগীতশিল্পী বলেন, ‘ আমার ভীষণ ভালো লাগে এই শহর। অনেকদিন পর আমি আবার আসলাম কলকাতা। আমি সবসময় চেষ্টা করি আমার ১০০ শতাংশ দেওয়ার। দর্শকদের কারণেই বারবার কলকাতায় আমার আস্তে ইচ্ছে করে’। এমনটাই জানালেন তিনি।
২৫ বছরের লড়াই কিভাবে টিকিয়ে রেখেছেন ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ কোথা থেকে শুরু করেছিলাম সেটা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। মাঝেমধ্যেই আমি আমার ছোটবেলায় ফিরে যাই। এই ভাবনাই আমাকে ভালো থাকতে সাহায্য করে।
শ্রেয়া ঘোষালের সাথে তাঁর কেমন সম্পর্ক সে কথাও জানতে চান সাংবাদিকরা। উত্তরে সংগীতশিল্পী বলনে, ‘আমরা ঠিক বন্ধু নই আবার কম্পিটিটরসও নই। আমরা সহকর্মী। একে ওপরের গান শুনতে পছন্দ করি আমরা’।
তবে এদিন একা নন ছেলে তেঘকে নিয়েই কলকাতায় হাজির হয়েছিলেন সংগীতশিল্পী। সাক্ষাৎকারে তিনি তুলে ধরলেন মাতৃত্বের সময়ের কথাও। তাঁর মতে, এইসময় প্রতিটি মেয়ের জীবনেই আসে বহু পরিবর্তন। তবে এই অনুভূতি ভীষণ সুন্দর।
তবে সংগীতশিল্পীর কথায় এই প্রথম নয় এর আগেও বহুবার কলকাতা এসেছে তেঘ। কলকাতায় আসার কথা শুনলেই নাকি বেশ আনন্দ পায় সে। তবে এবার ছেলেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাবেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান সুনিধি চৌহান।