বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার (Twitter) নাম এবং ভোল পাল্টে হয়ে গিয়েছে X। যখন থেকে ইলন মাস্ক (Elon Musk) X-এর মালিক হয়েছেন, তখন থেকেই এই ওয়েবসাইটটি একের পর এক বিষয়ের পরিপ্রেক্ষিতে উঠে এসেছে খবরের শিরোনামে। শুধু তাই নয়, মাস্ক এই প্ল্যাটফর্মের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পরিবর্তন আনতেও শুরু করেন। তখন অনেকেই মনে করেছিলেন যে, এই পরিবর্তনগুলির জেরে টুইটারের জনপ্রিয়তা হয়তো কমে যাবে। কিন্তু, এবার এমন একটি রিপোর্ট সামনে এসেছে যেটি জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টুইটার অর্থাৎ X বিশ্বের সবথেকে বেশি ভিজিট করা ৫ টি ওয়েবসাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
এই প্রসঙ্গে Similar Web-এর রিপোর্ট অনুযায়ী, X বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটের তালিকায় ৫ নম্বর স্থানে রয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, X.com-এর বিশ্বব্যাপী পেজ পার ভিজিট হল ৯.৮১। পাশাপাশি, ওই ওয়েবসাইটের বাউন্স রেট ৩২.১৫ শতাংশ। ওয়েবসাইটে ব্যবহারকারীদের এভারেজ ভিজিট ডিউরেশন হল ১০.৩৫ মিনিট। এছাড়াও, এই রিপোর্ট রিপোস্ট করে, ইলন মাস্ক নিজেও জানিয়েছেন X বিশ্বের সবথেকে বেশি ভিজিট করা ওয়েবসাইটের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।
প্রথম স্থানে রয়েছে এই ওয়েবসাইট: Similar Web দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, Google.com সবথেকে বেশি ভিজিট করা ওয়েবসাইটের তালিকায় প্রথম স্থানে রয়েছে। এই ওয়েবসাইটের এভারেজ ভিজিট ডিউরেশন হল ১০.৩৮ মিনিট প্রতি ইউজার। এছাড়াও, Google.com-এর বিশ্বব্যাপী পেজ পার ভিজিট হল ৮.৬৬। পাশাপাশি, এই ওয়েবসাইটের বাউন্স রেট হল ২৮.৬৬ শতাংশ।
আরও পড়ুন: ৬ মাসেই পয়সা ডবল! এবার বাজার কাঁপাচ্ছে এই কোম্পানির শেয়ার, কেনার জন্য লাইন লাগাচ্ছেন ক্রেতারা
দ্বিতীয় স্থানে রয়েছে এই ওয়েবসাইটটি: এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানেও আধিপত্য বজায় রেখেছে Google। কারণ, দ্বিতীয় অবস্থানে রয়েছে Google-এর কোম্পানি Youtube। এই ওয়েবসাইটের এভারেজ ভিজিট ডিউরেশন হল ২০.১৯ মিনিট। অর্থাৎ প্রত্যেক ব্যবহারকারী YouTube প্ল্যাটফর্মে কমপক্ষে ২০১.৯ মিনিট অতিবাহিত করেন। এদিকে, YouTube-এর পেজ পার ভিজিট হল ১১.৫৬ এবং এর বাউন্স রেট হল ২১.৪৭ শতাংশ।
আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর! এবার কলকাতা থেকে ট্রেনে চেপেই পৌঁছে যান সুন্দরবন, বড়সড় পরিকল্পনা রেলের
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Facebook.com। ফেসবুকের এভারেজ ভিজিট ডিউরেশন হল ১০.৩১ মিনিট। পাশাপাশি, ফেসবুকের পেজ পার ভিজিট হল ৮.৬১ এবং বাউন্স রেট ৩১.৩৭ শতাংশ। এছাড়াও, এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মেটার আরও একটি ওয়েবসাইটের নাম। যেটি হল ইনস্টাগ্রাম। এটির এভারেজ ভিজিট ডিউরেশন হল ৮.১৫ মিনিট।