বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই ভোট আর সেই ভোটের জন্য শাসক থেকে বিরোধী, সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। কিছুদিন ধরে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরেই আদি-নব্য, অবসরের বয়ঃসীমা ইত্যাদি আরও একাধিক বিষয় নিয়ে ‘ভিন্নমত’ সামনে এসেছে। এবার এই প্রসঙ্গেই বড় বার্তা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)।
রবিবার হুগলিতে একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে জোর আক্রমণ শানান তৃণমূল নেতা। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, তারপর সেই আসনে কে বসবেন, কবেই বা বসবেন এই সব বিষয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র।
ঠিক কি বলেছেন কুণাল? কুণাল বলেন, ‘অনেকেই শকুনের চোখ দিয়ে নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের ওপর। তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলকে ক্ষতি করতে পারলে তৃণমূলকে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়।’
আরও পড়ুন: নিজে যেতে না পারলেও সৌরভ-দর্শনার বিয়েতে বিশেষ উপহার পাঠালেন মমতা! বেজায় খুশি নববধূ
একই সাথে কুণাল বলেন, ‘২০৩৬ এর পর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলেদের আনুন। নতুন নতুন ছেলেদের তৈরী করুন।’ তৃণমূলের আদি-নব্য বিতর্কের মধ্যে ফের বিস্ফোরক কুণালের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এছাড়াও এদিন আরও একাধিক বিষয়ে কথা বলেন কুণাল। তৃণমূল মুখপাত্রের মতে, ‘ইন্ডিয়া জোট যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বর্ষীয়ান নেতাদের সামনে রেখে লড়াই করে তাহলে লোকসভায় ১০০ আসনও পার করতে পারবে না বিজেপি।’ পাশাপাশি এদিন বামেদের আক্রমণ করেন কুণাল ঘোষ।