বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যে কেবল ভারতেই জনপ্রিয় তাই নয়, সারাবিশ্বের মধ্যেই তার জনপ্রিয়তা বেড়েছে বহুখানি। ভারতের (India) প্রধানমন্ত্রীকে আজ একডাকে চেনে গোটাবিশ্ব। তার জনপ্রিয়তা যেমন শিখরে উঠেছে তেমনই তার প্রশংসাও কম হচ্ছেনা। সম্প্রতি বিখ্যাত আমেরিকান ফার্ম JPMorgan Chase & Co. এর সিইও জেমি ডিমন (JP Dimon) নরেন্দ্র মোদীর ব্যপক তারিফ করেন।
জেমি ডিমন বলেন, ভারতে অবিশ্বাস্য কাজ করছেন মোদী। তিনি বলেন, মার্কিন সরকারের অনেক কর্মকর্তা “কল্পনায় রয়েছেন… আমরা উপদেশ দিয়ে থাকি কিভাবে তাদের দেশ পরিচালনা করা উচিত”। কিন্তু মোদীর নেতৃত্বে তরতরিয়ে এগিয়ে চলেছে ভারত। এভাবেই ইকোনমিক ক্লাব অফ নিউইয়র্কের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ভারত এবং নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদী।
ভারত সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত যেভাবে দেশকে বদলে দিয়েছে সেকথাও উঠে আসে তার বয়ানে। তিনি বলেন, ‘ভারতের প্রত্যেক নাগরিকের হাতের, চোখের বা আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। সেই তথ্য ব্যবহার করে খোলা হয়েছে ৭০০ মিলিয়ন ব্যাংক অ্যাকাউন্ট। এবার সরকার চাইলে সরাসরি জনগণকেই টাকা পাঠাতে পারে।’
আরও পড়ুন : বাংলায় ব্যবসা, অথচ নেবে না বাঙালি কর্মী! মার্লিন গ্রুপের বিজ্ঞপ্তিতে বিতর্ক, ধুয়ে দিল ‘বাংলা পক্ষ’
জেমি ডিমন প্রধানমন্ত্রী মোদির বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। সেখানে তিনি বলেন, ভারতে রয়েছে ‘অতুলনীয় শিক্ষাব্যবস্থা’ এবং ‘অবিশ্বাস্য পরিকাঠামো’। এছাড়া মোদী কতটা কঠিন সেই বিষয়ে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ‘তিনি দেশে প্রচলিত আমলাতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়েছেন।’ আমেরিকার বুকেও সেরকমই কিছু একটার প্রয়োজন বলে মনে করেন তিনি।
ভারতের পরোক্ষ কর ব্যবস্থার প্রশংসা করে জেমি ডিমন বলেন, কর ব্যবস্থায় বৈষম্য দূর করার কারণে দূর হয়েছে দুর্নীতি এবং সেইসাথে উন্নত হয়েছে দেশের ট্যাক্স পরিকাঠামো। এছাড়া জেমি ডিমন সেখানের প্রেসকেও একহাত নেন। তার কথায়, প্রেস মোদীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে। তিনি দেশের ৪০০ মিলিয়ন মানুষকে দারিদ্র্য অবস্থা থেকে বের করে আনেন। উল্লেখ্য লোকসভা ভোটের আগে এতবড় প্রশংসা বিজেপির পক্ষে ভালো লক্ষণ। বিরোধীদের তার বিরুদ্ধে গড়া ষড়যন্ত্র ভেঙ্গে দেন আমেরিকান সংস্থার সিইও।