বাংলা হান্ট ডেস্ক : সামনেই আছে একের পর এক উৎসবের মরশুম। দিওয়ালি থেকে ধনতেরাস গোটা এই উৎসবের সময়টা কেনাকাটাতে ব্যস্ত থাকেন অধিকাংশ মানুষ। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে ধনতেরাসের সময় সোনা (Gold) কেনার ট্রেন্ডে গা ভাসিয়েছে না অনেকেই। অনেকেরই ধারণা এই সময় বাড়িতে নতুন সোনা (Gold)-রুপোর গয়না কিনে আনলে তাতে সন্তুষ্ট হন স্বয়ং ধনকুবের।
মাত্র ১০০ টাকায় সোনা (Gold)
কিন্তু বিগত কয়েকদিন ধরে ছুঁলেই আগুন সোনা (Gold)। বিশেষ করে এই মুহূর্তে সোনা কেনা মধ্যবিত্তের সাধ্যের বাইরে। কিন্তু ধনতেরাসে অল্প কিছু সোনা কিনতে না পারলে মনটা খুঁতখুঁত করে সোনার প্রেমীদের। তাই শুধুমাত্র দামের কথা ভেবেই কেউ যদি এই ধনতেরাসে সোনা কিনতে গিয়ে ফিরে আসেন তাহলে তার জন্য রয়েছে দারুন সুযোগ।
জানলে অবাক হবেন এবার আর লক্ষ লক্ষ টাকা খরচ করে সোনা কেনার দরকার নেই। মাত্র ১০০ টাকাতেই কিনতে পারবেন সোনা। শুনতে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি। এবার মধ্যবিত্তের জন্য এই দারুন অফার এনেছে টাটা গোষ্ঠীর অলংকার ব্র্যান্ড তানিস্ক। মাত্র ১০০ টাকা থেকেই সোনায় বিনিয়োগ করার সুযোগ দিচ্ছে এই ব্র্যান্ড।
তাই আর দেরি না করে এখনই জেনে নিন কোথায় কিভাবে পাবেন এই অফার? প্রসঙ্গত টাটা গোষ্ঠীর তানিস্ক এখন শুধুমাত্র গয়না প্রস্তুত এবং বিক্রিতেই সীমাবদ্ধ নেই এখন তারা ডিজিটাল সোনা নিয়েও নিজেদের প্রভাব বিস্তার শুরু করেছে। আর এবার এই দিওয়ালিতে তানিষ্ককের তরফে ডিজিটাল গোল্ড কিনে ১০০ টাকা থেকে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : দীপাবলির আগেই ধামাকা! দেওয়া হবে বেসিকের ১০০% পর্যন্ত অতিরিক্ত ভাতা, জারি নয়া নির্দেশিকা
জানা গেছে ২৪ ক্যারেটের বিশুদ্ধ সোনায় বিনিয়োগ করার সুযোগ দেওয়া হবে। সব থেকে মজার বিষয় হল ডিজিটাল গোল্ড চুরি হওয়ার ভয় থাকে না। শুধু তাই নয়, এই ডিজিটাল গোল্ড-এ বি নিয়োগ করার জন্য কারও দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। এবার থেকে অনলাইনে তানিষ্কের ওয়েবসাইটে এই বিনিয়োগ করা সম্ভব। এখানে বলে রাখি, তানিষ্ক ছাড়াও কল্যাণ জুয়েলার্সেও ডিজিটাল গোল্ড কেনা ও বিনিয়োগ করার সুযোগ পাওয়া যায় মাত্র ৫০০ টাকা থেকে।
প্রসঙ্গত অনেকেই জানেন না এই ডিজিটাল গোল্ডের সুবিধা কি? প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী সোনার দাম। তাছাড়া ভবিষ্যৎ সুরক্ষিত করতে সেই প্রাচীন যুগ থেকেই সোনা সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। তবে কেউ যদি সোনার গয়না কেনার পরিবর্তে ডিজিটাল গোল্ড বা সোনায় বিনিয়োগ করেন তাহলে সে ক্ষেত্রে তিনি যেমন আর্থিকভাবে লাভবান হন, তেমনি সোনাও থাকে সুরক্ষিত। এমনকি পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে তখনকার বাজার দর অনুযায়ী এই ডিজিটাল গোল্ড বিক্রিও করা যেতে পারে।