বাংলা হান্ট ডেস্ক: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যতই ঘনিয়ে আসছে, ততই WTC (World Test Championship) ২০২৩-২৫-এর পয়েন্ট টেবিল আরও উত্তেজক হয়ে উঠছে। এখনও পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়া এই দুই দলকেই ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে দেখা গেছে। এরই মধ্যে ঢুকে পড়েছে আরও একটি বড় দল।
WTC (World Test Championship) পয়েন্ট টেবিলে অঘটন:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই দলটি ভারত ও অস্ট্রেলিয়া উভয়ের জন্যই বড় সমস্যা তৈরি করেছে। ওই দলটি হল দক্ষিণ আফ্রিকা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ওঠার দৌড়ে দক্ষিণ আফ্রিকার দল অনেকটাই এগিয়ে রয়েছে বলে মনে হচ্ছে।
The path to the WTC Final becomes even more interesting as South Africa pick pace #SAvSL | #WTC25
More ➡ https://t.co/XzEquQOCYO pic.twitter.com/wO8oscYx7W
— ICC (@ICC) November 30, 2024
দক্ষিণ আফ্রিকা বিশাল লাফ দিয়েছে: জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। যার ওপর ভর করে ওই দল WTC (World Test Championship) পয়েন্ট টেবিলে একটি বিশাল লাফ দিয়েছে। এই ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা পঞ্চম স্থানে থাকলেও এখন অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে হারিয়ে ওই দল দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার PCT স্কোর ছিল ৫৪.১৭। এখন ওই দলের PCT স্কোর হল ৫৯.২৫।
আরও পড়ুন: ৩ বছর ব্যবহার করেননি ফোন! অদম্য জেদ ও অক্লান্ত পরিশ্রমে মাত্র ২৪ বছর বয়সে IAS অফিসার হলেন নেহা
সমস্যার সম্মুখীন ভারত-অস্ট্রেলিয়া: প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার ট্রফির খেলা চলছে। যেখানে দুই দলই ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করতে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে। এদিকে দক্ষিণ আফ্রিকার জয়ে অস্ট্রেলিয়ার দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে চলে এসেছে।
আরও পড়ুন: আচমকাই উধাও ঘুষ কাণ্ডের প্রভাব! একদিনে ৭৩,০৫৯ কোটির সম্পদ বাড়ল আদানির, কিভাবে করলেন বাজিমাত?
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, WTC (World Test Championship)-র পয়েন্ট টেবিলে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দলগুলিই ফাইনালে তাদের জায়গা করে নেয়। এই চক্রে এখনও আরও ৩ টি ম্যাচ খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। যেখানে একটি ম্যাচ হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং দু’টি ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। যদি এই দল ৩ টি ম্যাচই জিতে যায় সেক্ষেত্রে, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যেকোনও একটি দলই ফাইনালে পৌঁছতে পারবে।