অবিশ্বাস্য! স্বপ্নে দেখা নম্বরেই লটারি জিতলেন মহিলা, হাতে পেলেন ৪০ লক্ষ টাকা, তারপরে যা হল….

বাংলা হান্ট ডেস্ক: অনেকেই লটারি (Lottery) কেটে বড়লোক হতে চান। কিন্তু সবসময় লটারির কাটলে বড়লোক হওয়া যায়, এমন ধারণা ভুল। কারণ বেশিরভাগ সময় দেখা যায় নম্বর না মেলার জন্যই জেতা যায় না। কিন্তু কখনও কি শুনেছেন স্বপ্ন দেখেই লক্ষ লক্ষ টাকার লটারি লেগে গেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে। স্বপ্ন দেখেই লটারি জিতে বাজিমাত করলেন এক মহিলা। এবার গড়বেন নিজের স্বপ্ন।

স্বপ্ন দেখে লটারি (Lottery) জিতলেন মহিলা:

আমরা ঘুমিয়ে ঘুমিয়ে অনেকেই স্বপ্ন দেখি। অনেকসময় দেখা যায় যে, সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। হ্যাঁ এবারও এমনটাই হল। এক মহিলার স্বপ্নে দেখা লটারি (Lottery) নম্বর হুবহু মিলে গেল বাস্তবে। সেইসাথে জিতে নিলেন লক্ষ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। আর লটারি জেতার পর তাঁর এই স্বপ্নের কথা জানান মেরিল্যান্ড লটারির আধিকারিকদের কাছে।

A woman wins 40 lakh lottery

স্বপ্ন দেখা লটারি নম্বর গেল মিলেঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্স জর্জ কাউন্টিতে বসবাস করেন ওই মহিলা। সেখানকার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেছিলেন। আর স্বপ্নে দেখেন তিনি ৯-৯-০-০-০ নম্বরের লটারি (Lottery) কেটেছেন। আর এই স্বপ্ন দেখার পরই তিনি ছুটে যান অক্সন হিল জিপ ইন মার্টে। একটাই উদ্দেশ্য ছিল শুধুমাত্র টিকিট কাটার। তবে আদৌ এই স্বপ্ন সত্যি হবে কিনা কিংবা লটারি কেটে বিজয়ী হবে কিনা কোনও কিছুই জানতেন না। ওই মহিলা জানান, স্বপ্ন দেখার এক সপ্তাহ পর একটি পিক ৫ ড্রতে টিকিট কিনেছিলেন। তবে সেখানে পৌঁছাতে তাঁর দেরি হয়ে যায়। এমনকি খেলাও প্রায় ভুলে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ প্রথম কিস্তির ৬০ হাজার ঢুকেছিল তাদের অ্যাকাউন্টে! আবাসের টাকা ফেরানোর নির্দেশ ঘিরে হৈচৈ

তবুও ২০ ডিসেম্বর তিনিই এই লটারিটি (Lottery) কাটেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেদিন সন্ধ্যায় স্বপ্নে দেখা নম্বরের লটারি পেয়েছিলেন তিনি। তবে এই বিষয় মহিলার স্বামী কিছুতেই বিশ্বাস করছিলেন না। কিন্তু এরপর যখন তিনি লটারি যেতেন দুজনেই হতবাক হয়ে যান। স্বপ্নে দেখা লটারি নম্বর যে ওই মহিলার ভাগ্য খুলে দেবে সেকথা কেউই জানতেন না। জানা গিয়েছে, আপাতত তিনি ৪০ লক্ষের লটারি জিতেছেন। এই টাকা নিয়ে তারা কিভাবে কি খরচ করবেন এখন সেই পরিকল্পনাই করছেন। বড়দিনেও এই টাকার বিশেষ কিছু অংশ খরচও করেছেন। নাতি-নাতনিদের সাথে এদিন আনন্দ মজায় দিন কাটিয়েছেন ওই দম্পতি। ওই মহিলার স্বামী জানান, আগামী দিনে এই টাকার কিছু অংশ সঞ্চয় করে রাখবেন। এখন শুধু তারা এই সময়টিকে ভালোভাবে কাটাতে চান।

আরও পড়ুনঃ জেলবন্দি পার্থকে নিয়ে বড় খবর! CBI এবার যা দাবি করল … বড় বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী?

যদিও স্বপ্ন দেখে লটারি জেতা এটা নতুন কোনও বিষয় নয়। এর আগেও এমন ঘটনার কথা বহুবার উঠে আসে। অস্ট্রেলিয়ার এক মহিলা স্বপ্ন দেখা নম্বর মিলে গিয়ে ৩৮ লক্ষ টাকা লটারি (Lottery) জিতেছিলেন। এমনকি গত বছর নভেম্বরেও ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের এক বাসিন্দা বালাসুব্রমানিয়ান চিতাম্বরম একটি গহনার দোকান থেকে স্ত্রীর জন্য সোনার চেইন কিনেছিলেন। এরপরই লাকি ড্রতে ৮.৪৫ কোটি টাকা জিতে যান। বলা যায়, এইসব ঘটনাই স্বপ্ন দেখে তারপরে ঘটেছে। স্বপ্ন যে বাস্তবে রূপান্তরিত হয় তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর