ভাইরাল ভিডিও: হাইওয়েতে ঘুরতে বেরোলো ১০ ফুট লম্বা কুমির! দিনের বেলায় আজব দৃশ‍্য দেখতে ট্রাফিক জ‍্যাম

বাংলাহান্ট ডেস্ক: কুমিরের (crocodile) জন‍্য ট্রাফিক জ‍্যাম (traffic jam), কোনওদিনও শুনেছেন? কিন্তু এমন ঘটনা বাস্তবেই ঘটেছে। হাইওয়েতে (highway) কুমিরের পায়চারির ঠেলায় বন্ধ হয়ে গিয়েছে যানবাহন চলাচল। প্রকাশ‍্য দিনের বেলায় এমন কাণ্ড দেখে চোখ ছানাবড়া পথচলতি মানুষেরও। এই ঘটনার ভিডিও (video) এখন ভাইরাল (viral)।
এই আজব ঘটনা ভারতেরই। মধ‍্যপ্রদেশের শিবপুরী জেলার রান্নোদ গ্রামের কাছে এক হাইওয়েতেই দেখা যায় এমন দৃশ‍্য। ১০ ফুট লম্বা একটি কুমিরকে হাইওয়ে পেরোতে দেখা যায় সেখানে। স্থানীয় মানুষজন তখন গবাদি পশুদের বিচরণ করাতে নিয়ে বেরিয়েছিলেন।


হাইওয়ের পাশের ঝোপে বসে অতিকায় কুমিরটি অপেক্ষা করছিল গাড়ি চলাচল বন্ধ হওয়ার। সুযোগ পেতেই ঝোপের মধ‍্যে থেকে দুলকি চালে বেরিয়ে আসে সে। আচমকা হাইওয়ের উপর এমন বিশালাকার কুমির দেখে ভয় পেয়ে যান স্থানীয়রাও। বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এরই ফাঁকতালে কিছু মানুষ আবার কুমিরটির ভিডিও তুলেও রাখেন। সেই ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল।
সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, কুমির বেরোনোর ঘটনা পুলিসকেও জানায় গ্রামবাসীরা। কিন্তু তারা আসতে দেরি করলে নিজেরাই উদ‍্যোগ নিয়ে কুমিরটির গলায় দড়ি পরিয়ে তাকে কাছাকাছি মাধব লেকে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের কথায়, বর্ষার সময় এই লেক থেকে কুমিররা মাঝে মাঝেই চলে আসে লোকালয়ে।

https://youtu.be/HHMGBbHkJkY

এর আগে শিবপুরী জেলাতেই BSNL কলোনিতে একটি একই আকারের কুমির ঢুকে পড়ে। প্রায় এক ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা। গত কয়েক মাসে ১৪ টি কুমির উদ্ধার করা হয়েছে আশপাশের লোকালয় থেকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর