স্কুলে আসেন না, মদ্যপ অবস্থায় পড়ে থাকেন রাস্তায়! গঙ্গাসাগরে শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক : গঙ্গাসাগর (Gangasagar) কলোনির অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মাসের পর মাস স্কুলের এক শিক্ষক না আসায় লেখাপড়া শিকেয় উঠছে বলে অভিযোগ অবিভাবকদের। গঙ্গাসাগর কলোনি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দুইশত ছুঁই ছুঁই। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র ছয়। তারমধ্যে অমল শীট নামে সহকারি এক শিক্ষক বহু মাস স্কুলে আসছেন না বলে অভিবাবকদের অভিযোগ।

অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ মদ্যপ (Drunk) অবস্থায় মাঝেমধ্যে দেখা যায় ওই শিক্ষককে (Teacher) । বহু মাস হয়ে গেল তিনি স্কুলে আসেন না। এমন অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরা। প্রধান শিক্ষিকা জয়ন্তী মল্লিজ দাস অমল বাবুর স্কুলে না আসার কথা স্বীকার করে নিয়েছেন। এই বিষয়ে অবশ্য সম্পূর্ন অন্য কথা বলছেন অভিযুক্ত শিক্ষক অমল শীট। “মদ্যপ” কথাটা মানতে রাজি হননি তিনি।

অমল বাবু বলেছেন, “আমি বহুদিন অসুস্থ ছিলাম। তাই অনুমতি নিয়েই ছুটিতে ছিলাম আমি। আমি পান ছাড়া অন্য কিছু খাইনা। তবে আমার বিরুদ্ধে যে মদ খাওয়ার অভিযোগ উঠছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। এরপর আমি ফিট সার্টিফিকেট জমা দিই এসআইএস-এর কাছে। তিনি আমাকে সভাপতির কাছে যেতে বলেন। যতক্ষণ না আমি সভাপতির অনুমতি পাচ্ছি আমি বিদ্যালয় যোগদান করতে পারবো না।”

Gangasagar

তবে স্কুলে না আসার জন্য ইতিমধ্যে তার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রধান শিক্ষিকা জানিয়েছেন। যেকোনো কারনেই শিক্ষকের স্কুলে না আসাটা ছাত্র-ছাত্রীদের ক্ষতি,সেই ক্ষতি পূরণ হবে কি করে, সে প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। শিক্ষকের বক্তব্যের প্রেক্ষিতে অভিভাবকদের প্রশ্ন, উনি যদি অসুস্থই হন তাহলে রাস্তাঘাটে কিভাবে ঘুরে বেড়াচ্ছেন?

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর