সুশান্তের মৃত‍্যুর আগের দিনের পার্টিতে উপস্থিত ছিলেন এক রাজনৈতিক নেতার ছেলে: রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ‍্য। মুম্বই পুলিস নিজের মতো তদন্ত চালিয়ে যাচ্ছে। অপরদিকে সুশান্তের বাবার এফআইআরের পর বিহার পুলিসও শুরু করে দিয়েছে তদন্ত। এবার এই মামলায় একটি বড়সড় তথ‍্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী, সুশান্তের মৃত‍্যুর আগের রাতে তাঁর অ্যাপার্টমেন্টে একটি পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে উপস্থিত ছিলেন একজন ‘হেভিওয়েট’ ব‍্যক্তিত্ব।
সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সুশান্তের মৃত‍্যুর আগের রাতের পার্টিতে উপস্থিত ছিলেন এক রাজনৈতিক নেতার ছেলে। যে কারনে মুম্বই পুলিস তদন্তে ঢিলে দিতে পারে বলে সন্দেহ করছে বিহার পুলিস। খবর অনুযায়ী, ওই রাজনৈতিক নেতার ছেলে সুশান্তের অ্যাপার্টমেন্টে আসার আগে থেকেই কাজ করা বন্ধ করে দেয় সিসিটিভি ক‍্যামেরাগুলি।

অপরদিকে বিহার পুলিস মুম্বই পৌঁছে রিয়া চক্রবর্তীর বাড়ির ঠিকানায় হাজির হয় জিজ্ঞাসাবাদের জন‍্য। কিন্তু রিয়ার পরিবারের কেউই সেখানে উপস্থিত ছিলেন না। জানা যাচ্ছে, সুশান্তের ল‍্যাপটপ, হার্ডডিস্ক ও ফোন নিয়ে কার্যত নিরুদ্দেশ হয়ে গিয়েছেন রিয়া। তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে বলেছেন, রিয়াকে এই মামলায় ফাঁসানো হচ্ছে। পাটনা থেকে মামলার তদন্ত মুম্বইতে স্থানান্তরিত করার আবেদনও জানিয়েছেন তিনি।

অপরদিকে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে দাবি করেছেন কোনও অবসাদে ভুগছিলেন না অভিনেতা। ইতিমধ‍্যেই বিহার পুলিসের তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অঙ্কিতাকে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের রাঁধুনিকেও। অভিনেতার মৃত‍্যুর দিন তিনি তাঁর অ্যাপার্টমেন্টেই ছিলেন।
প্রসঙ্গত, ইডির তরফে ইতিমধ‍্যেই রিয়া চক্রবর্তী ও আরও পাঁচজনের বিরুদ্ধে সুশান্তের বাবার করা এফআইআরের কপি চেয়ে পাঠানো হয়েছে বিহার পুলিসের কাছ থেকে। রিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলার তদন্ত শুরু করতে পারে ইডি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর