টাকা থাকলেও আপনি বাঁচবেন না! দামি গাড়ির মালিককে কান ধরে ওঠবোস করালো ইন্দোর পুলিশ

করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে তিরিশ দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে লক ডাউনের মেয়াদ। আগামী ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য।

বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।তার মধ্যেই নানা জায়গায় অনেকে লক ডাউন অমান্য করেছেন। ইন্দোরের রাস্তায় এক যুবক লক ডাউন অমান্য করেছে পোর্শে নিয়ে বেরিয়ে ছিলো। আর ফাঁকা রাস্তা পেয়ে তীব্র গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার শাস্তি পেতে হয়েছে হাতেনাতে। দুর্ভাগ্যক্রমে শহরের সুরক্ষা কাউন্সিল তাকে নিয়ম ভঙ্গ করতে দেখে কান ধরে উঠবস করার শাস্তি দেয়।

IMG 20200426 WA0010

ইন্দোরের ২০ বছর বয়সী ঐ যুবক খোলা রাস্তা পেয়ে স্পিডে গাড়ি চালাচ্ছিল। আর এই সময়ে শহরের সুরক্ষা কাউন্সিল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আধাসামরিক বাহিনী এবং পুলিশ তাকে শাস্তি দেয়। ঐ যুবক অনেক ক্ষমা চাওয়ার পরেও তাকে শাস্তি দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী-পুত্র দীপক দারানির পরিচয় পেয়েছে। কিন্তু তাও লাভ হয়নি। পরে অবশ্য মি :দারানি শহরের সুরক্ষা কাউন্সিল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আধাসামরিক বাহিনী এবং পুলিশ এর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতিতে ভারোতেও আক্রান্ত প্রায় সতেরো হাজার কি তার থেকেও এর বেশী।

সম্পর্কিত খবর