করোনা নিয়ে অসাধারণ গান গাইলেন এক ডাক্তার, দেখুন সেই ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) জেরে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়েছে। এখনও অবধি সমগ্র দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬৪০৯ এরও বেশি মানুষ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় লক্ষেরও বেশি। ভারতেও বেশ বিস্তার লাভ করেছে এই রোগ। ভারতে (India) আক্রান্ত মানুষের সংখ্যা ৩৭০ ছাড়িয়েছে এবং প্রাণ হারিয়েছেন ৭ জন। এই সংকটজনক পরিস্থিতিতে কাজের ফাঁকে জনসাধারনের উদ্যেশ্যে গান বাঁধলেন এক ডাক্তার।

প্রখ্যাত গায়ক শমিক সিনহার গাওয়া গান ‘আমি যে বিবাহিত’ গানের সুরে সুর মিলিয়ে এক ডাক্তার গাইলেন ‘তুমি আজ ঘরেই থাকো’। করোনা ভাইরাস থেকে সুস্থ থাকার বিভিন্ন উপায় তার গানের মাধ্যমে আবারও জানালেন নগরবাসীকে।

আর জি কর হাসপাতালের ডাক্তার দীপঙ্কর মানবেন্দ্র মুখার্জির গলায় শোনা গেল সেই গান। জনসাধারণকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে সচেতন করার উদ্যেশ্যে গাইলেন তিনি এই গান, যা মুহুর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

সংকটজনক পরিস্থিতিতে আজ থেকেই লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজস্থান, পাঞ্জাব সহ আরও একটি রাজ্য। বরিবার দুপুর থেকেই লোকাল এবং দুরপাল্লার সব ট্রেন পরিষেবা বাতিল রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।  করোনাপরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগামীকাল থেকেই কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় লকডাউনের সিধান্ত নেয় সরকার।

আগামী ৩১ শে মার্চ অবধি থাকেব সকল পরিষেবা বন্ধ। শুধুমাত্র জরুরীকালিন পরিষেবা খোলা থাকবে। জনগণকে এই কটা দিন ঘর থেকে পুরোপুরি বেরোতে নিষেধ করে দেওয়া হচ্ছে। আগামিকাল দুপুরের মধ্যেই অত্যাবশ্যকীয় সামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। পরিস্থিতির অবন্নতি হলে এই লকডাউনের সময়সীমা বাড়তেও পারে।

আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করেছিলেন রবিবার বিকেল ৫ টায় জরুরীকালিন পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের অভিন্দন জানাতে। হাততালি দিয়ে, ঘন্টা বাজিয়ে বা থালা বাজিয়ে সেই সকল ব্যক্তিদের উদ্দ্যেশ্যে অভিন্দন জানাতে। ঠিক ৫ টা বাজতেই সমগ্র দেশ জুড়ে পালিত হল সেই অনুরোধ। প্রধানমন্ত্রীর কথায় সমর্থন করে সাধারণ মানুষ অভিনন্দন জানালেন তাঁদের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর