“সেভ ড্রাইভ সেভ লাইফ”, না এটি পরীক্ষা হলের দৃশ্য,দেখলে অবাক হবেন

 

অমিত সরকার:   শিক্ষার উদ্দেশ্য বহুমুখী। শুধু পুঁথিগত বিদ্যা মানুষের সর্বাঙ্গীন বিকাশের একমাত্র পথ নয়। শিক্ষার অপর নাম অভিযোজন। রবীন্দ্রনাথের ভাষায় “যে শিক্ষা অন্তরের অমৃত তাহার সাহায্যে আমরা মৃত্যুর হাত এড়াইবো।” শিক্ষা মানুষের জীবন জীবিকা কে সমৃদ্ধ করে। পৃথিবীতে বাঁচতে হলে হাতে কলমে শিক্ষার উপর জোর দিতেই হবে।

কর্ণাটকের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষায় অনুলিপি এড়ানোর জন্য প্রায় ৫০ জন শিক্ষার্থীকে মাথায় কার্ড বোর্ডের কার্টন পরতে বাধ্য করা হয় । আর এই নিয়ে পড়ে গেছে শোরগোল কার্টনগুলির সামনের দিকটা শ্বাস নেওয়া এবং দেখার জন্য কাটা ছিল তবে বাম বা ডানদিকে বন্ধ ছিল যাতে তারা একই বেঞ্চে বসে থাকা অন্য শিক্ষার্থীদের উত্তরপত্রে উঁকি দিতে না পারে

IMG 20191019 WA0071 1
।ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার টুইট করেছেন: “শিক্ষার্থীদের সাথে এভাবে পশুর মতো ব্যবহার করার কারো কোনও অধিকার নেই। এই ঘটনানাটির যথাযথ ব্যবস্থা করা হবে,”।

সম্পর্কিত খবর