বিয়ের সমস্ত টাকা করোনার বিরুদ্ধে লড়াইতে দান করল মহারাষ্ট্রের এক পরিবার

করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন।

তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
রাজ্য এখনও পর্যন্ত পরীক্ষার জন্য প্রায় পনেরো হাজার নমুনা প্রেরণ করেছে।

corona 1 1

মহারাষ্ট্রের লাতুর জেলার একটি পরিবার অসাধারণ কিছু করেছে – তারা তাদের মেয়ের বিয়ের জন্য একটি সাধারণ অনুষ্ঠান করে সেই টাকা বাঁচিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের লড়াইয়ের জন্য দান করেন। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে।

দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। উদগিরের বাসিন্দা, বিলাস বোকে স্থানীয় গির্জার কাছে তাঁর মেয়ে গীতাঞ্জলির বিয়ের জন্য সংরক্ষিত ৫১,০০০ টাকা এবং প্রয়োজনীয় ১২৫ টি কিট স্থানীয় প্রশাসনকে দান করেছিলেন।

সম্পর্কিত খবর