নিজে করোনাতে আক্রান্ত তাই বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে যুবক ঘুরলো পানশালায়, চাঞ্চল্য এলাকায়

চীন, কেরল , দিল্লি, তেলেঙ্গানার পর এবার ভারতে হানা করোনা ভাইরাসের। প্রায় জাকিয়েই বসেছে করোনা। উত্তর প্রদেশের ৬ জনের দেহে মিলেছে এই ভাইরাস।তাই এরকম এক পরিস্থিতিতে দেশের মিডিয়াগুলোকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে।

এই ভাইরাসের জেরে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের নাগরিকদের ভিসা ৩ই মার্চ বাতিল করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যারা বাধ্য শুধুমাত্র তাদের জন্যই ভিসার আবেদন গ্রহণযোগ্য। আবার, চীনের যেসব নাগরিকরা ৫ ফেব্রুয়ারি ভারত আসার জন্য ভিসা অ্যাপ্লাই  করেছিলেন তাদেরও ভিসা  বাতিল করা হয়েছিল।করোনা ভাইরাসের হাত থেকে রেহাই দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে ব্যপকভাবে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তা কনোভাবেই রোখা সম্ভব হচ্ছে না। সরকার পক্ষ থেকে ফোন এবং ম্যসেজের মাধ্যমে সচেতন করা হচ্ছে। এমনকি টাকার মাধ্যমে যাতে ভাইরাস না ছড়ায় তাই অনলাইন টাকা দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্ত কিছুতেই কিছু হচ্ছে না।কিন্তু বছর পঞ্চাশের এক ব্যক্তি করোনা আক্রান্ত বলে পানশালায় আতঙ্ক ছড়ায়। ওই ব্যক্তির বাবা-মা ছাড়া নিজের বলতে আর কেউ নেই।কিছুদিন ধরেই তার বাবা মা জ্বর, সর্দিতে ভুগছিলেন তাদের হাস্পাতালে ভর্তি করা হয়।

পাশাপাশি তাকেও চেকআপ করা হয় তার মধ্যেও কোনো জীবানু আছে কিনা জানার জন্য। তাই তাকে ২৪ ঘন্টা পর্যবেক্ষনে রাখা হয়। আর এভাবে সে বিরক্ত হয়ে পড়ে আর আচমকাই পরিজনদের বলেন, “আমি করোনা ভাইরাস ছড়াতে যাচ্ছি।” এই বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি আর তারপরে একের পর এক পানশালায় যায়।  প্রত্যেকের সাথে কথা বলার পাশাপাশি কারও সঙ্গে কথা বলেন আবার কাউকে জড়িয়ে ধরেন। এরপরে পানশালার তরফ থেকে পুলিশকে জানানো হয়। পরে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করে। আর এখন তাকে হাসপাতালেই রাখা হয়েছে।

সম্পর্কিত খবর