লকডাউনে জন্ম হওয়ায় বাচ্চার অদ্ভুত নাম রাখল অভিভাবকরা, শুনে অবাক প্রতিবেশীরাও

লকডাউন ভারতে একুশ দিনের জন্য করা হয়েছে। উত্তর প্রদেশের সাহারানপুর থেকে একটি মামলা উঠে এসেছে, যেখানে একটি নবজাতক সন্তানের স্যানিটাইজার হিসাবে তার বাবা-মা নাম রেখেছিলেন।চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই।

কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। কিন্তু তার থেকেও বেশি মানুষ আতঙ্কিত। যার সুরাহা নেই। বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া একটি শিশুর নাম স্যানিটাইজার শুনে অবাক হয়েছে অনেকেই।তারা জানিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনার মতো মারাত্মক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করছেন এমন সচেতনতায় অংশ নিতে এই নাম দেওয়া হয়েছে।

সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস।

সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৮ হাজার।আর প্রত্যেক দিন এই সংখ্যা বাড়ছে।

সম্পর্কিত খবর