উকিলের টাকার ব্যাগ ছিনতাই করে পালাল বাঁদরের দল, তারপর গাছ থেকে করল টাকার বৃষ্টি

বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে বাঁদরের (monkey) বাঁদরামি। আর এই বাঁদরামির জন্য বড় মাশুল দিতে হল এক উকিলকে (lawyer)। খোয়াতে হল বেশ কিছু টাকা। টাকা খুইয়ে অবশেষে পুলিশের দারস্থ হয় ওই উকিল।

   

ঘটনাটা ঘটে, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের (uttar pradesh) রামপুরে। রামপুরের সাহাবাদ এলাকায় বাঁদরের বাঁদরামির চোটে বেশকিছু দিন ধরে অস্থির ছিল এলাকাবাসী। প্রায়শই কারো কিছু না কিছু নিয়ে পালিয়ে যাচ্ছিল বাঁদরের দল। কিন্তু এবারের ঘটনা বাঁদরের দলের করা সব অপরাধকে ছাড়িয়ে গেছে।

থানায় অভিযোগ লেখাতে আসেন এক উকিল সাহেব। তাঁর অভিযোগ, তাঁর হাতে থাকা প্রায় লক্ষ টাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় বাঁদরের দল। বৃহস্পতিবার সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঁদরের দল তাঁর হাত থেকে টাকার ব্যাগটি কেড়ে নেয়, যার মধ্যে ছিল ১ লক্ষ টাকা।

এরপর তিনি চিৎকার করতে শুরু করলে, বাঁদরের দল রেগে গিয়ে তাঁর সব টাকা গাছের ডালে বসে ছড়িয়ে দিতে থাকে। গাছ থেকে টাকার বৃষ্টির এই দৃশ্য দেখতে গাছের নীচে অনেক ভিড় জমে যায়। অনেক কষ্টে কিছুটা টাকা কুড়িয়ে নিতে পারলেও, তাঁর প্রায় ৮৫০০ টাকা খোয়া গিয়েছে বলে জানিয়েছেন ওই উকিল সাহেব।

শেষে স্থানীয় কিছু ব্যক্তি গাছে উঠে বাঁদরের কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করে এনে উকিলকে দিলে, এই টাকা ফেরত পান তিনি। তবে টাকা ছড়িয়ে নষ্ট করায়, ৮৫০০ টাকা হারিয়ে যায় উকিলের। এই ঘটনা রীতিমত ঝড় তুলেছে ওই এলাকায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর