পার্কসার্কাসে মহিলা সাংবাদিককে টার্গেট করে ছোঁড়া হল প্রস্রাব, চলছে অভিযোগের তির ছোঁড়াছুড়ি

দোল নিয়ে অনেক মানুষেরই মাতামাতির শেষ থাকে না। অনেকেই দোলের দিন নিজের মজার কথা ভেবে এমন এমন কাজ করে থাকেন তাতে অন্যদের অসুবিধায় পড়তে হয়। পাশাপাশি নিরীহ প্রানীদের ওপরেও চলে এই অত্যাচার। রাস্তার কুকুর বিরালদের গায়ে দিয়ে দেওয়া হয় হোলির রঙ। আর এবার এক ভয়ানক বিকৃত ঘটনার সাক্ষী হয়ে রইলেন সোনারপুরের মহিলা সাংবাদিক।

সোমবার সন্ধ্যায় পার্ক সার্কাস এলাকায় ট্রেনে জানলার পাশে বসে ছিলেন অদিতি দে। তখন হঠাত তাকে লক্ষ্য করে ছোঁড়া হয় এক প্যাকেট, আর তাতে ছিল প্রস্রাব। আর সেই প্রস্রাব গায়ে লাগার পরেও মেলেনি মুক্তি, এর পর ছোঁড়া হয় ঢিলও।প্রতিদিনই তিনি অফিস থেকে শিয়ালদহ যান ট্রেন ধরার জন্য। আর এইদিনও তিনি অফিস থেকে বেড়িয়ে শিয়ালদহ এসে  সেখান থেকে ৭.৪৫ মিনিটের ডায়মন্ড হারবার লোকালে উঠে বসেন জানলার ধারে।এরপর  পার্ক সার্কাস স্টেশন ছাড়তেই মহিলা কামরা লক্ষ্য করে উড়ে আসে প্রস্রাব ভর্তি  একটি প্যাকেট। আর ট্রেনে  জানলার ধারে বসে থাকার জন্য অদিতির গায়ে এসে লাগে ওই প্যাকেট। আর সেই প্রস্রাব গায়ে এসে পড়তেই সম্পূর্ণ ভিজে যান ওদিতি। আর এরপরে আবার তার পরে উড়ে আসে ঢিল। এর আগেও এরকম বহু অভজ্ঞতার সাক্ষী হয়ে থেকেছে অনেকে। ট্রেন লক্ষ করে ময়লা ছোড়া হয়েছে বহুবার। আর এবার প্রস্রাব ছোড়ার ঘটনাটা একেবারেই খারাপ এবং ঘৃণ্য ছিলো, যা অদিতি কখনোই আশা করেন নি।

   

আর এই জঘন্য ঘটনার প্রতিবাদ করে তিনি সম্পূর্ণ ঘটনাটির অভিজ্ঞতা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি এই পুরো ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি রেল পুলিশের কাছেও নালিশ জানান। কিন্তু তা কতদূর কাজে দেবে এখন সেটাই দেখার।

সম্পর্কিত খবর