ভারতী ঘোষ কে নিরাপত্তা দিতে গিয়ে, নিগ্রহের শিকার হলেন মহিলা পুলিশকর্মী

বাংলা হান্ট ডেস্ক: ভারতী ঘোষকে নিরাপত্তা দিতে গিয়ে এক মহিলা পুলিসকর্মী কে চরম নিগ্রহের শিকার হতে হলো। ক্যামেরা বন্দি হয়েছে সেই ফুটেজ, ছড়িয়ে পড়েছে সর্বত্র এবং তা ঘিরে শুরু হয়েছে নিন্দার ঝড়। নারী আন্দোলন কর্মী শ্বাশতী ঘোষ তীব্র নিন্দা করেছেন এই ঘটনার।

4d220 198517 123

এদিন সকালে ভারতী ঘোষ সভা করতে যাচ্ছিলেন কন্ঠিবাড়িতে, সঙ্গে ছিল তার বিজেপি কর্মী সমর্থকরাও। কিন্তু ভারতী ঘোষ খেজুরি ঢুকতেই তার গাড়ি আটকায় পুলিশ। তার গাড়ি আটক হতেই রাস্তায় বসে পড়েন তিনি। ভারতী ঘোষ সহ বিজেপি কর্মী, সমর্থকদের কথা কাটাকাটি হয় পুলিসের সঙ্গে। অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা লক্ষ্য করে ঢিল ছোড়ে পুলিশ কর্মীদের দিকে।

সেইসময়ই বিক্ষোভকারীরা ‘চড়াও’ হন ভারতী ঘোষের নিরাপত্তায় রত এক মহিলা পুলিস কর্মীর উপর। নিগ্রহ করা হয় তাকে। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ওই মহিলা পুলিস কর্মীকে ঘিরে ধরেছেন বিক্ষোভকারীরা, পেছন থেকে তাকে বারবার ধাক্কা মারা হচ্ছে, ধাক্কার চোটে বেসামাল হয়ে মাটিতে পড়ে যান ওই মহিলা পুলিশকর্মী। শেষমেষ এক যুবক কোনরকমে তাকে বিক্ষোভকারীদের মাঝখান থেকে বের করে আনেন, শেষ রক্ষা হয় তার। মহিলা কর্মীকে নিগ্রহ করার এই ভিডিও ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র, প্রায় সকলেই প্রতিবাদ জানাচ্ছে এই নিন্দনীয় ঘটনার।

সম্পর্কিত খবর