নাসার কোনও বার্তা নয়, ছোট এক ক্ষুদের লেখা চিঠি হল ভাইরাল

 

অমিত সরকার : চাঁদ মামা, চাঁদ বুড়ি চাঁদের চরকা কাটা এসবের গল্প শিশুমনে যেন এক রূপকথার কাহিনী ছিল। কিন্তু সেই কাহিনী বাস্তবের বিক্রমের মধ্যে খুঁজে পেয়েছে সেই শিশু। তাইতো তার লেখনীতে ধরা দিয়েছে “চন্দ্রযান টু “কে নিয়ে মনের কিছু কলি।

অল্পের জন্য চাঁদের কাছাকাছি পৌঁছেও আসে বাধা। চন্দ্রযান-২ এর ল্যান্ডারের সফল অবতরণের আশায় মুখিয়ে ছিল গোটা দেশ। তবে, অবতরণের সামান্য কিছু মুহূর্ত আগেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। তবে, তা সত্ত্বেও বিজ্ঞানীদের মতে প্রায় ৯৫% সফল এই অভিযান। আর সেই বিষয়টিই মনে করিয়ে দিতে ভুলল না খুদে। ‘মন খারাপ করো না। অর্বিটার কিন্তু এখনও আছে।’ বাতলে দিল শিশু।

ইসরো বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে কবিতার আকারে দশ বছরের শিশুর খোলা চিঠি ভাইরাল হয়ে গেছে।

সম্পর্কিত খবর