রোমহর্ষক, বিশালাকার শঙ্খচূড়কে স্নান করাচ্ছেন ব‍্যক্তি, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা।

IMG 20200526 WA0086
কোনও কোনও ভিডিও দেখে মনে খুশির উদ্রেক হয় আবার কিছু ভিডিও দেখে শিউড়ে ওঠে গা। এমনই এক ভিডিও এবার ভাইরার হয়েছে সোশ‍্যাল মিডিয়ায় যেখানে এক ব‍্যক্তিকে দেখা গিয়েছে বিশালাকৃতির এক শঙ্খচূড়কে (king cobra) স্নান (bath) করাতে। ভিডিওতে দেখা যাচ্ছে বালতি বালতি জল নিয়ে বিরাট আকৃতির শঙ্খচূড়ের মাথায় ঢালছেন ওই ব‍্যক্তি। কিন্তু কোনও রকম আপত্তিই করছে না ওই সাপ। বরং পোষ‍্য প্রাণীর মতোই চুপটি করে বসে আছে লোকটির সামনে।

ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দ। ভিডিওর ক‍্যাপশনে তিনি বলেছেন, এটা খুবই বিপদজনক। কেউ চেষ্টা করবেন না। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। নেটিজেনদের চোখ কপালে উঠেছে ওই ব‍্যক্তির কাণ্ড দেখে।

https://twitter.com/Deb_Jai_Hind/status/1264565643166265346?s=19

একজন জানিয়েছেন ওই ব‍্যক্তি কেরল নিবাসী বন‍্যজীবন সংরক্ষণবিদ তথা সর্পবিশারদ ভাভা সুরেশ। বহু মানুষ স্বীকার করেছেন ওই ব‍্যক্তির অসীম সাহসের কথা। কিং কোবরা বা শঙ্খচূড় দাঁড়ানো অবস্থায় কোনও পূর্ণবয়স্ক মানুষের চোখে ছোবল দিতে সক্ষম। এক ছোবলে এরা যে পরিমাণ বিষ ঢালে তা একবারে ২০ জন মানুষকে হত‍্যায়করার পক্ষে যথেষ্ট।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর