নিজেকে আম্বানির জামাই দাবি করে জেড ক্যাটাগরির নিরাপত্তার চাইলেন এক ব্যক্তি

বাংলা হান্ট ডেস্কঃ কখনও কখনও এমন অনেক ঘটনা ঘটে যা দেখে হাসি চেপে রাখাই দুস্কর হয়, তবে সাধারণত সেসব হয় সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল ভিডিও বা খবরের ক্ষেত্রে। কিন্তু এবার যে ঘটনা সামনে এলো যেমন চমকপ্রদ তেমনই অভিনব। এবার নিজেকে মুকেশ আম্বানির জামাই দাবি করে স্বয়ং ডিআইজির কাছে জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা চেয়ে বসলেন এক ব্যক্তি। তার বক্তব্য এখন রীতিমত ভাইরাল সংবাদমাধ্যমে। ওই ব্যক্তি জানান তার নাম ডক্টর রবিশ্যাম দ্বিবেদী।

   

মির্জাপুরে, বিন্ধ্যাচলের ডিআইজি অফিসে গিয়ে তিনি জানান, তার সাথে কিছু দিনের মধ্যেই বিবাহ হতে চলেছে মুকেশ আম্বানির কন্যার। মুকেশ আম্বানি এই অঞ্চলে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন বলেও জানান তিনি। তার মতে সেই কারণেই এলাকা দেখতে পাঠানো হয়েছে তাকে। তিনি বলেন, এখানে আমি বিমানবন্দর, গ্রীন এনার্জি, এফএম রেডিওতে বিনিয়োগ করতে যাচ্ছি। তার কথা শুনেই ডিআইজি কে ভরদ্বাজ বুঝতে পারেন এই ব্যক্তি মানসিকভাবে স্থিতিশীল নয়। কারন কথা চলাকালীন ঐ ব্যক্তি এও দাবি করেন যে, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও তাকে ফোন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।

ওই ব্যক্তির কথা শুনে তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন ডিআইজি। রবিশ্যামের দাবি, তার উপর মারাত্মক হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই কারণেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা চান তিনি। যদিও পুলিশ এ ব্যাপারে কিছুই খতিয়ে দেখেনি। এ ঘটনার পর সংবাদমাধ্যমের সামনেও মুখ খোলেন রবিশ্যাম। সংবাদমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয়, কিভাবে মেনে নেওয়া যাবে যে তিনি আগামী দিনে মুকেশ আম্বানির জামাই হতে চলেছেন। উত্তরে তিনি বলেন, আপনারা ফোন করে দেখুন। আমাকে তো ফোন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয় আম্বানি পরিবারের সকলের নামও একের পর এক শুনিয়ে দেন তিনি। তিনি বলেন, আমার বড় শ্বশুরের নাম রাকেশ ভাটিয়া, তার স্ত্রীর নাম প্রিয়া ভাটিয়া, ছোট শ্বশুরের নাম মুকেশ আম্বানি, তার স্ত্রীর নাম নীতা আম্বানি। সাথে সাথে তিনি এও জানান তার ৪ জি ফোনটি হারিয়ে গিয়েছে, এই কারণে এখন ২ জি ফোন ব্যবহার করছেন তিনি। তবে আগামী দিনে তার সঙ্গে তার শশুরও এখানে আসবেন তখনই বোঝা যাবে আসলে তিনি কে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর