Tiktok ভিডিও করার জন্য পাইলটের ড্রেস ব্যবহার করে ঘোরাফেরা করতো এয়ারপোর্টে আর আজ ধরলো ..

বাংলা হান্ট ডেস্ক : বিমানবন্দরে প্রবেশ করার পর এত কঠোর নিয়ম কানুন মেনে চলতে হয় যা এক প্রকার বিরক্তি লাগে। বিশেষ করে চেকিং সুরক্ষা এসব নিয়ে নাস্তানাবুদ হতে হয় সাধারণ মানুষকে। তবে এসব বেশ সময় সাপেক্ষ তাই এসব থেকে মুক্তি পেতে দিল্লির এক ব্যক্তি অভিনব বুদ্ধিকে কাজে লাগিয়ে বিমানবন্দরের ভিতরে সহজেই প্রবেশ করতে চেয়েছিলেন। রাজন মেহবুবা নামের ওই ব্যক্তি লম্বা লাইনে দাঁড়িয়ে চেকিং থেকে বাঁচতে এয়ারলাইন্সের পাইলট লুকসানসার সাজে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন। impersonating as lufthansa pilot 1574226288 725x725

সোমবার পাইলটের সাজেই এয়ার এশিয়া ইন্ডিয়া ফ্লাইটে মুম্বই থেকে কলকাতায় আসছিলেন তিনি। পুরোদস্তুর পাইলটের মতো চেহারা, দেখে বোঝার উপায় নেই তিনি আদৌ কোনও পাইলট না কি সাধারণ মানুষ।তবে এয়ার এশিয়ার স্টাফদের প্রথমে তাঁকে দেখে সন্দেহ না হলেও কিছুক্ষণ পরেই সন্দেহ হওয়ায় তাঁর সমস্ত সার্টিফিকেট যাচাই করতে চান একই সঙ্গে ওই বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করে। তখনই পুরো বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়ে যায়।

এর পর তাঁকে বিমান থেকে নামিয়ে সোজা দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের হাতে আটক হওয়ার পর নিজের ভুল স্বীকার করে নিয়েছেন মেহেবুবা নি, আসরে বিমানবন্দরের সহজে ঢুকতে এবং সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তিনি এই পন্থা অবলম্বন করেছিলেন বলে জানিয়েছেন, একই সঙ্গে ব্যাংককের বিমানবন্দরে নকল পরিচয়পত্র কি নে এই সুযোগ সুবিধা ব্যবহার করে কম পক্ষেপনেরো বার একই ভাবে ভ্রমণ করেছেন।

অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রধানের কাছ থেকে জানা গিয়েছে এয়ারলাইন্সের ক্যাপ্টেন লুকসান সারের একটি ভুয়ো আইডি কার্ড বানিয়ে তিনি এই কাজটি করেছেন। তবে বিমানবন্দরে এত সতর্কতা থাকা সত্ত্বেও কী ভাবে তিনি ছদ্মবেশে বিমানবন্দরে প্রবেশ করলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিমানবন্দরের পাত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

পুলিশের কাছ থেকে জানা গিয়েছে ইনি টিকটক ভিডিও করার জন্যই বিভিন্ন ধরেন ড্রেস পরতেন! তার মোবাইল থেকে বিভিন্ন ভিডিও পাউয়া গেছে যেখানে তিনি বিভিন্ন ধরেন ড্রেস ব্যাবহার করে ভিডিও করেছেন ! এমনকি তিনি আর্মি কলনিয়ালের ড্রেস পরেও ভিডিও করেছেন!

সম্পর্কিত খবর