NCA-তে তৈরি হবে নতুন মেডিক্যাল প্যানেল, থাকবে পুষ্টিবিদও, জানালেন বোর্ড প্রেসিডেন্ট

বাংলা হান্ট ডেস্কঃ খেলোয়াড়রা চোট পেলে তাঁদের ঠিক মতো চিকিত্সা হয়না, বারবার এমন অভিযোগ উঠেছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিরুদ্ধে। এবার সেই সমস্যার সমাধান করতে তত্পর হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এনসিএ-তে তৈরি হবে নতুন মেডিক্যাল প্যানেল। সেইসঙ্গে রাখা হবে সোশ্যাল মিডিয়া বিভাগ।

so

 

সম্প্রতি মেডিক্যাল প্যানেল তৈরির জন্য যাবতীয় প্রয়োজনীয় বিষয় আলোচিত হয়েছে বিসিসিআই-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে। সেই আলোচনায় ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমির ডিরেক্টর রাহুল দ্রাবিড়। ইতিমধ্যেই লন্ডনের এক বিখ্যাত ক্লিনিকের সঙ্গে প্যানেল তৈরির বিষয়টি আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই চূড়ান্ত হবে এই সিদ্ধান্ত।

ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, জশপ্রীত বুমরা সহ একাধিক ক্রিকেটাররা চোট পেয়ে এনসিএ-র রিহ্যাবে না এসে ব্যক্তিগতভাবে তাঁরা চিকিত্সা করিয়েছিলেন, যে বিষয়টি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কাছে লজ্জার বিষয়। ভবিষ্যতে এই ঘটনা যাতে না হয় সে নিয়েই ভাবতে চাইছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

মেডিক্যাল প্যানেলের পাশাপাশি বোর্ড একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকেও রাখবেন, যিনি প্যানেলের সমস্ত বিষয়গুলি তুলে ধরবেন ক্রিকেটারদের কাছে। সেইসঙ্গে রাখা হবে একজন পুষ্টিবিদকেও। খেলোয়াড়দের খাওয়া-দাওয়া নিয়েও যাতে কোনও সংশয় না তৈরি হয়। কিছুদিন আগে ভুবনেশ্বরের চোটের আসল কারণ বলতে সক্ষম হয়নি এনসিএ। সেই কারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি-র কার্যকারীতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে খেলোয়াড়দের মধ্যে। সেই বিতর্ককে থামাতেই এবার ময়দানে নামছেন বিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এনসিএ-কে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বোর্ডের তরফে।  আশা করা হচ্ছে, নতুন মেডিক্যাল প্যানেল বসলে সমস্যার সমাধান অনেকটাই পেয়ে যাবেন ক্রিকেটাররা।

সম্পর্কিত খবর