বিশ্রাম নেওয়ার বদলে অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবা করে চলেছেন ৯ মাসের গর্ভবতী মহিলা

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের এই সঙ্কটের সময় রোগীদের চিকিৎসায় অনেক সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। অনেকেই তো করোনার ভয়ে এখন অন্যান্য রোগের চিকিৎসার জন্য হাসপাতালেই যাচ্ছেন না। আর এই পরিস্থিতিতে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা পালন করতে হবে।

কিন্তু কর্ণাটকের একটি সরকারি হাসপাতালে চিকিৎসারৎ নার্স রুপা পারভিন রাও (Roopa Parveen Rao) এর মানসিকতাকে সবাই স্যালুট জানাচ্ছেন। ৯ মাসের গর্ভবতী সবরকম ভয়কে উপেক্ষা করে দিনে ৬ ঘণ্টা রোগীদের সেবা করেই চলেছেন।

কর্ণাটকের শিবমৌগার বাসিন্দা রুপা প্রতিদিন রোগীদের সেবার জন্য থিরথাহল্লির সরকারি হাসপাতালে যান। হাসপাতালের কর্মী এবং রোগীরা ওনাকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু রুপা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের সেবায় ব্যস্ত থাকেন। রুপার সিনিয়ররা তাঁকে ছুটি নেওয়ার জন্যও বলেছে, কিন্তু সে রোগীদের সেবাকেই পরম ধর্ম রুপে মেনে নিয়েছে।

সংবাদ সংস্থা এএনআই এর সাথে কথা বলার সময় রুপা বলেন, তিনি রোজ ৬ ঘণ্টা করে কাজ করেন। উনি বলেন, এই সরকারি হাসপাতালের উপর অনেক গ্রামের মানুষ নির্ভর করে আছে। এখানে অসুস্থদের সেবার অত্যন্ত প্রয়োজন। আমার সিনিয়ররা আমাকে ছুটি নিতে বলেছেন, কিন্তু আমি রোগীদের সেবা করতে চাই। মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে শুভেচ্ছাও জানিয়েছেন। উনি আমার কাজের প্রশংসা করে আমাকে বিশ্রাম নিতে বলছেন।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর