বড় খবর! ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলেন এক অনশনরত পার্শ্বশিক্ষক ,সংকটজনক আরও এক

বাংলা হান্ট ডেস্ক : এক সপ্তাহের বেশি হয়ে গেল রাজ্যের প্যারা টিচারদের অনশন আন্দোলন আর এরই মধ্যে মৃত্যু হয়েছে এক অনশনকারী পার্শ্ব শিক্ষিকার। আবারও বৃহস্পতিবার অনশনরত অবস্থাতে আরও এক পার্শ্বশিক্ষক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলেন। উত্তর চব্বিশ পরগনার তাপস বড় নামের ওই শিক্ষক এর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিত্সাধীন।

জানা গিয়েছে বৃহস্পতিবার তাপসবাবুর পাশাপাশি অনশন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন মুর্শিদাবাদের আরও এক শিক্ষক আব্দুল ওয়াহাব। বর্তমানে তিনি সল্টলেকের আনন্দলোক হাসপাতালে চিকিত্সাধীন। উল্লেখ্য বৃহস্পতিবার অবস্থান থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউতের।

উল্লেখ্য বেতনকাঠামো বৃদ্ধির জন্য গত এক সপ্তাহ ধরেই সল্টলেকের বিকাশ ভবনের কাছে অবস্থান অনশনে সামিল হয়েছেন পার্শ্ব শিক্ষকরা। বিরোধী পক্ষের নেত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু প্রায় এক দশক হয়ে গেলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি , একই সঙ্গে বেতন বাড়ানো নিয়েও ব্যাপক সমস্যা চলছে তাই বিকাশ ভবনের সামনে এক সপ্তাহ ধরে অবস্থানে যোগ দিয়েছেন রাজ্যের পনেরো হাজার পার্শ্ব শিক্ষকরা।

অনশনে বসেছেন তেত্রিশ জন পার্শ্বশিক্ষক। আন্দোলনকারী শিক্ষকদের দাবি স্মারকলিপি জমা দিতে গেলে মন্ত্রীর তরফে কোনও সাড়া দেওয়া হয়নি,যদিও অভিযোগ অস্বীকার করে রাজ্য সরকারি তরফে শিক্ষা দফতরে কেউ স্মারকলিপি জমা দিতে আসেনি বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর