পুলওয়ামা হামলায় শহীদ পরিবারকে দান করলেন ৪০ লক্ষ টাকার ফ্ল্যাট, সোশ্যাল মিডিয়ায় হলেন ভাইরাল

Bangla Hunt Desk: সীমান্ত এলাকায় ভারতীয় সেনাবাহিনী (Indian army)) নিজেদের প্রাণ উতসর্গ করে ভারতবাসীর রক্ষায় নিয়োজিত রয়েছে। প্রতিবেশি দেশ পাকিস্তান থেকে আগত হামলার জন্য সর্বদা প্রস্তুত থাকে তারা। এরই মাঝে সৈনিক সঞ্জয় কুমার সিনহা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা হামলায় (Pulwama Attack) দেশমাতৃকার রক্ষার্থে শহীদ হয়েছিলেন। এবার সেই শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন এক সহৃদয় ব্যক্তি।

উপহার স্বরূপ দেওয়া হল ফ্ল্যাট
দরিয়াপুর-ভেলওয়ারা পঞ্চায়েতের একতাপুরম ভোগীপুরে নির্মাণাধীন ছত্রপতি শিবাজি গ্রীস অ্যাপার্টমেন্টের মালিক নাগেশ্বর সিং জানিয়েছেন, তাঁর মেয়ে শালিনী সিংহ এই শহিদের পরিবারকে একটি ফ্ল্যাট উপহার দিতে চেয়েছিলেন। সেইমত সকলের সাথে কথা বার্তা বলে, তাঁদেরই পৈতৃক জমিতে নির্মিত এই অ্যাপার্টমেন্টের থেকে ৪০ লক্ষ টাকার একটি ফ্ল্যাট উপহার দেন।

   

আনন্দিত নাগেশ্বর
ফ্ল্যাটটি সাহসী শহীদ সঞ্জয় কুমার সিনহার (sanjay kumar Sinha) স্ত্রী বেবি দেবীকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাঁর পরিবার এবং ছেলে মেয়েদের পড়াশুনার সুবিধার্থে এই উপকার করতে পেরে আনন্দিত নাগেশ্বর সিংও।

নাগেশ্বর বলেছেন, ‘আমি এবং আমার পরিবার মৃত শহীদের পরিবারকে সাহায্য করতে পেরে গর্ববোধ করছি। আমার মেয়ে শালিনী বলেছিল, যে সৈনিক আমাদের সুরক্ষার জন্য শহীদ হয়েছেন, তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাই তাঁদেরকে এইটুকু সাহায্য করতে পেরে আমরা খুবই আনন্দিত’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর