ঔরঙ্গাবাদ দুর্ঘটনা: এখন যে টাকা সরকার দিচ্ছে ওই টাকায় আমাদের বাড়ির লোক বেঁচে ফিরে যেত

বাংলাহান্ট ডেস্ক : আওরঙ্গবাদ (Aurangabad) ট্রেন(train accident ) দুর্ঘটনায় নিহতের স্ত্রী জানান হৃদয় বিদারক কাহিনী। পুষ্প সিং স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে এক হাজার টাকা প্রত্যাহার করেছিলেন এবং স্বামী বীরগেন্দ্র সিংকে পাঠিয়েছিলেন যাতে তিনি দেশে ফিরে আসতে পারেন। শুক্রবার, ৮ ই মে মহারাষ্ট্রের আওরঙ্গবাদে রেলপথে মারা যাওয়া ১ জন শ্রমিকের মধ্যে পুষ্প সিংয়ের স্বামী বীরগেন্দ্র সিংহ ছিলেন।

এই দুর্ঘটনার শিকার অনেক শ্রমিক 

এই দুর্ঘটনায় জেলা উমারিয়া, পঞ্চায়েত মামনের মোট চার জন মারা গিয়েছিলেন, যার মধ্যে তিনজনই ছিলেন ন্যুসা গ্রামের বাসিন্দা। লক ডাউনের কারণে গ্রামে কোনও কাজ ছিলোনা, এমনকি কৃষিকাজ করার মতো জমিও ছিল না।আর কন্যা সন্তানের জন্মের এক বছর পরে, স্ত্রীর নির্দেশে তিনি নগরীতে উপার্জন করতে যান, যাতে কন্যা পড়তে এবং কিছু করতে পারে।

নিহতদের পাঁচ লক্ষ্য টাকার আর্থিক সাহায্য 

তবে মহারাষ্ট্র ও মধ্য প্রদেশ সরকার নিহতদের সকলকে ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছে।রেল দুর্ঘটনায় ধর্মেন্দ্র সিং (২০), নির্বেশ সিং (২০), ধন সিং (২৫), রাজভবন, শিব দয়াল সিং, বুধরাজ সিং, আচলাল ও রবীন্দ্র সিং মারা গেছেন।অভিবাসী শ্রমিক ও শ্রমিকদের প্রত্যাবর্তন নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। শ্রমিকরা বিশেষ ট্রেন চালিয়েছে, বাস চালানো হয়েছে।

পুষ্পার দুঃখের কাহিনী 

লক্ষ লক্ষ মানুষও এই লকডাউনে আটকা পড়েছে, তাদের পক্ষে সেখানে থাকা সম্ভব নয়। সরকার যদি গাড়ি চালাত তবে আমার স্বামী কম অর্থ নিয়ে জীবিত বাড়ি ফিরে যেতেন।” “লকডাউন হওয়ার পর থেকে সংস্থাটি বন্ধ ছিল। গত মাসে যে টাকা পয়সা পেয়েছিল, ঠিকাদার তা থেকে সমস্ত খাবারের টাকা কেটে নিয়েছিল এবং বলেছিল যে আপনাকে পাঁচশো টাকা বেশি দিতে হবে তবে আপনি এখান থেকে যেতে পারবেন। আমি নিজের জমানো টাকা থেকে টাকা পাঠিয়েছিলাম যাতে ওই ঠিকাদারকে যাতে উনি ফিরতে পারেন পুষ্প কেঁদে জানান।

চার মাস আগে ঔরঙ্গাবাদ গিয়েছিলেন বীরগেন্দ্র সিং।তার স্ত্রী জানান, “আমি কেবল উপার্জনের জন্য প্পাঠিয়েছিলাম, তবে এমন ঘটবে জানলে পাঠাতাম এখনো আফসোস করছি।”

সম্পর্কিত খবর