এশিয়া একাদশে পাকিস্তানী ক্রিকেটারদের বাদ দেওয়ায় এবার তীব্র বাকযুদ্ধ বেঁধে গেল বিসিসিআই এবং পিসিবির মধ্যে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী বছর অর্থাৎ 2020 সালে 18 ই মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের মধ্যে দুটি টিটোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে। প্রথমে শোনা গিয়েছিল এই ম্যাচ দুটিতে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একসাথে খেলবে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই ম্যাচ গুলিতে ভারত এবং পাকিস্থানের ক্রিকেটাররা একসাথে খেলবে না। কারণ পাকিস্তানের কোনো ক্রিকেটার কে এই ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানানো হয় নি।

তারপর থেকে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বাকযুদ্ধ চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তানী ক্রিকেটারদের এই ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানানো হয় নি দাবি করার পর এবার বিসিসিআই কে খোঁচা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দাবি করা হল তথ্য বিকৃতি করেছে বিসিসিআই।

157143982c1ab43702701277217d7eef0a4f658c8

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানিয়েছেন বাংলাদেশে এই দুটি ম্যাচ আয়োজিত হতে চলেছে 2020 সালের মার্চ মাসের 16 থেকে 20 তারিখের মধ্যে। সেই সময় পাকিস্তান প্রিমিয়ার লিগ চলবে আর সেই কারণেই বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের মধ্যে সেই ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না পাকিস্তানী ক্রিকেটাররা। সেই জন্য ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পিসিবি দাবি করছে এই ব্যাপারে বিসিসিআই ভুল বোঝাচ্ছে পাকিস্তানি ক্রিকেট ভক্তদের।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর