এক অসামান্য সফলতার গল্প ‘মিশন মঙ্গল’

বাংলা হান্ট ডেস্ক: ‘মিশন মঙ্গল’-এর ট্রেলারে ইসরোর বিজ্ঞানীর বেশে এক অসাধারন প্রশ্ন তুললেন অক্ষয় কুমার। গবেষনা না করলে কি নিজেকে বিজ্ঞানী বলে দাবি করা যায়? ট্রেলারে অক্ষয়কে বলতে দেখা যাচ্ছে, দীর্ঘ গবেষণাই বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষকে সফলতা এনে দিতে পারে। এই ছবিতে তাঁদের মঙ্গল অভিযানের পরিকল্পনা র সফলতা নিয়ে তার দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস ও গবেষণাই তাঁদের মঙ্গল অভিযানকে প্রথম পদক্ষেপেই সফল করে তুলেছে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন) প্রথম পদক্ষেপেই সফল ‘মঙ্গল অভিযান’।এই কাহিনি উঠে আসবে অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পন্নু, সোনাক্ষী সিনহার আগামী ছবি ‘মিশন মঙ্গল’-এ। বৃহস্পতিবার প্রকাশ করা হল ‘মিশন মঙ্গল’-এর ট্রেলার। যেখানে ভারতের মঙ্গল অভিযানে নেতৃত্ব দিতে দেখা গেছে অক্ষয়কে। বারবার বিভিন্ন বাধার পেরিয়েও তাদের স্বপ্ন জয়ের কাহিনী।আগামী ১৫ আগস্ট প্রকাশ হতে চলেছে এই ছবি।

সম্পর্কিত খবর