ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে আটকে পড়ল এক ছাত্রী! তারপরে যা হল ভাইরাল ভিডিও দেখে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যেগুলি রীতিমতো চমকে দেয় সবাইকেই। এদিকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media)-র দৌলতে ওই ঘটনাগুলি খুব সহজেই পৌঁছে যায় সকলের কাছে। পাশাপাশি, কিছু কিছু ক্ষেত্রে ওই সংক্রান্ত ভিডিওগুলিও সামনে আসে। সেই রেশ বজায় রেখেই এবার একটি ভিডিও সামনে এসেছে। যা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যাবেন প্রত্যেকেই।

মূলত, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের দুভাদা রেলওয়ে স্টেশনে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে আটকে পড়েন এক ছাত্রী। ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত কর্মীরা তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করার চেষ্টা করেন। আর এই ভিডিওটিই বর্তমানে তুমুল ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে।

জানা গিয়েছে, গুন্টুর-রায়ঘড়া প্যাসেঞ্জার ট্রেন থেকে নামছিলেন ওই ছাত্রী। ঠিক তখনই তিনি অসাবধানতাবশত পা পিছলে গিয়ে সরাসরি প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানে পড়ে যান। সেই অবস্থাতেই আটকে থাকেন তিনি। বিজ্ঞান কলেজে কম্পিউটার সায়েন্স অধ্যয়নরত ওই ছাত্রী আন্নাভারমের গুন্টুর থেকে রায়ঘড়া যাওয়ার জন্য ট্রেনটিতে উঠেছিলেন।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের কর্মীরা দ্রুত তৎপর হয়ে ওঠেন। পাশাপাশি, ওই পড়ুয়াটিকে উদ্ধারের ব্যবস্থাও করেন তাঁরা। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে সেখানেই থামিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ওইভাবে আটকে থাকা ছাত্রীটির সাথে ক্রমশ কথা বলে তাঁর মনোবল বাড়াতে থাকেন কর্মীরা।

https://twitter.com/VizagWeather247/status/1600380196338929666?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1600380196338929666%7Ctwgr%5Ea2b29d51ff21d745a1ea82f2e7a9e311eaf2e1ea%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.amarujala.com%2Findia-news%2Fgirl-student-gets-stuck-between-train-and-platform-in-visakhapatnam-duvvada-station-rescued

একটা সময়ে ওই ছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে কেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, যেভাবে ওই ছাত্রীটিকে অত্যন্ত তৎপরতার সাথে কর্মীরা উদ্ধার করেছেন সেজন্য তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। পাশাপাশি, ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে মুহূর্তের ভুলে যে কত বড় বিপদ ঘনিয়ে আসতে পারে সেই প্রসঙ্গটিরও অবতারণা করেন তাঁরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর