মানুষের কারণেই গোটা বিশ্বে আসতে চলেছে এক ভয়ঙ্কর সংকট! উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসংঘের

বাংলাহান্ট ডেস্কঃ বদলাচ্ছে পৃথিবীর জলবায়ু। যার কারণে বাড়বে তাপমাত্রার পারদ, সঙ্গে বৃষ্টির পরিমাণও। যার ট্রেলার হিসাবে প্রায় প্রতিদিনই গোটা বিশ্বের কোথাও না কোথাও সাইক্লোন কিংবা দাবানলের মত ভয়াবহ ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। আর এসবের জন্য মানুষকেই দায়ী করল বিজ্ঞানমহল।

২০১৩ সালের পর এবার ২০২১ সালে জলবায়ু পরিবর্তনের এক রিপোর্ট পেশ করল রাষ্ট্রসঙ্ঘ। সেই রিপোর্টে বিজ্ঞানীরা দাবী করেছেন, আগামী ২০ বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে ১.৫ ডিগ্রি সেলসিয়াস, যার প্রভাব দেখা দেবে গোটা পৃথিবী জুড়েই।

news 6422 1

গ্লোবাল ওয়ার্মিং যে ক্রমশ প্রকট আকার ধারণ করছে, তা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে এবারেই জানাল রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল। যার ফলে গ্রীষ্মকালের স্থায়িত্ব বেড়ে গিয়ে কমবে শীতকালের স্থায়িত্ব। প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রা, কৃষিকাজের উপর।

বাড়বে সমুদ্রের জলস্তরও। সমুদ্রের যে রূপ প্রায় ১০০ বছরে একবার দেখা যেত, তা এই শতাব্দী শেষে প্রতি বছরেই দেখা যাবে। যার প্রভাব পড়বে সমুদ্র উপকূলবর্তী মানুষগুলোর উপর। বাড়বে বৃষ্টি পরিমাণও। ১০ বছর যে ভয়াবহ বৃষ্টির রূপ দেখা যায়, তা আগের থেকে প্রায় ১.৩ গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে যে ধরণের খরা ১০ বছর অন্তর একবার দেখা যেত, তা এবার থেকে ৫-৬ বছর অন্তরই দেখা যাবে।

wind2 600x363 1

শেষবার এই রিপোর্ট করা হয়েছিল ২০১৩ সালে। প্রতি ৭ বছর অন্তর হিসেবে এবছর এই রিপোর্ট পেশ করে রাষ্ট্রসঙ্ঘ। ১৯৫ টি দেশের বিশেষজ্ঞরা গত দুসপ্তাহ ধরে এই বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা করে, এই রিপোর্ট পেশ করেছেন। ২৬ শে জুলাই থেকে এই বিষয়ে ভার্চুয়ালী আলোচনা শুরু হয়েছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর