ভয়াবহ আগুনে ছাড়খাড় করোনা হাসপাতাল, মৃত্যু ৮ জন রোগীর

বাংলাহান্ট ডেস্কঃ একে করোনা, তার উপর আগুন আতঙ্ক। গুজরাটের আমেদাবাদের (Ahmedabad) করোনা হাসপাতালের (Corona Hospital) রোগীদের বর্তমানে এই দুই আতঙ্কই গ্রাস করছে। বর্তমান পরিস্থিতির কারণে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়ে এই বিপদের সম্মুখীন হয়ে সকলেই ভয়ে সিটিয়ে রয়েছেন।

   

করোনা হাসপাতাল
করোনায় কাড়ছে প্রাণ। আবার আগুনের সাথে পেরে ওঠা দায়। করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে গুজরাটের আমেদাবাদের নভরংপুরা শ্রে করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকজন রোগী। তাঁদের চিকিৎসার কাজও চলছিল ঠিকঠাক ভাবেই।

লেগে যায় আগুন
আচমকাই ভোর রাতে আগুন লেগে যায় ওই হাসপাতালে। শুরু হয় জীবন বাঁচানোর জন্য হুড়োহুড়ি। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ৩৫ জন রোগীকে অন্যত্র স্থানান্তরিত করতে পারলেও, ৮ জনকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। যার মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা ছিলেন।

চলছে তদন্ত
শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, আগুন লাগার সঠিক কারণ এখনও অবধি জানা যায়নি। তবে ৮ জনের মৃতের খবর পাওয়া গিয়েছে। বাকি রোগীরা সকলেই আতঙ্কে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর